ঘুম চোখ কচলে দেখি এখনও গভীর রাত
দু:স্বপ্নের নাটাই ছেড়া ঘুড়ি গুলো গোত্তা খাচ্ছে ঝড় বাতাসে
রংহীন জগতে রঙীন স্বপ্ন দেখার আশ
অপেক্ষার দীর্ঘ প্রহর লেপ্টে থাকে শরিরে
দীর্ঘ দীর্ঘ শ্বাসগুলো দীর্ঘতর হয়
খোলা জনালায় আঁধার চিড়ে আলোর অন্বেষন
স্বপ্ন দেখানো মানুষগুলো ঘাপটি মারে বাস্তব চাদরে
আবারো ঘুমহীন ব্ন্ধ চোখে স্বপ্নের অপেক্ষা .........
অতপর তাহারা আসেবন ...........
শ্লোগান মুখর কোন এক স্বপ্ন ভোরে ..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




