নাম কি?
নীল ফুল.........
কাজ কি?
ফুটি ...........
কখন?
ভোরে ..........
কেন ?
কি কেন? ফুটি কেন? না ভোরে ফুটি কেন?
দুটোই.........
ফুটি ভালো লাগে তাই
.....আর ভোরে ফুটি কারন আধারের শেষ, আলোর শুরু
এই সন্ধিক্ষনটা ভালো লাগে তাই.......
ভালো লাগে কেন?
কি অদ্ভুত প্রশ্ন! সবাই চোখ মেলে দেখে...বলে সুন্দর
তাই ভালো লাগে ....... আর ভোরে ফুটতে ভালো লাগে কারন মনে হয় আলোর বার্তা নিয়ে এলাম .......
সবই বুঝলাম কিন্তু ধর যারা এত সুন্দর বলল, ভালোবাসল তারাই যদি
ছিড়ে নিয়ে পয়ের তলায় পিষে ফেলে তখন?
এমন করেতো ভেবে দেখিনি !!!!!!!!!
আমার আর ফুটতে ভালোলাগছেনা ..........
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




