আমি যদি পিঠে তোর ঐ
দ্বিজেন্দ্রলাল রায়
আমি যদি পিঠে তোর ঐ লাথি একটা মারিই রাগে;
তোর তো আস্পর্ধা বড়, পিঠে যে তোর ব্যথা লাগে?
আমার পায়ে লাগলো সেটা কিছুই বুঝি নয়কো বেটা?
নিজের জ্বালায় নিজে মরিস, নিজের কথাই ভাবিস আগে।
লাথি যদি না খাবি ত’ জন্মেছিলি কিসের জন্যে?
আমি যদি না মারি তো, মেরে সেটা যাবে অন্যে।
আমার লাথি খেয়ে কাঁদা, ন্যাকামি নয়? শুয়োর গাধা!
দেখছি যে তোর পিঠের চামড়া ভ’রে গেছে জুতোর দাগে!
আমার সেটা অনুগ্রহ যদি লাথি মেরেই থাকি;
লাথি যদি না মারতাম তো না মারতেও পারতাম না কি?
লাথি খেয়ে ওরে চাষা! বরং রে তোর উচিত হাসা,
যে তোর কথাও মাঝে মাঝে, তবু আমার মনে জাগে।
বরং উচিত আগে আমার পায়ে হাত তোর বুলিয়ে দেওয়া;
পরে ধীরে ধীরে নিজের পিঠের দাগটা মুছে নেওয়া!
পরে বলা ভক্তিভরে, ‘প্রভু! অনুগ্রহ ক’রে
পৃষ্ঠে ত মেরেছো লাথি মারো দেখি পুরোভাগে?
দেখি সেটা কেমন লাগে!’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




