কমিকসএর ভক্তদের জন্য জব্বর খবর, বিখ্যাত কমিক চরিত্র আর্চি এ্যন্ড্রুজ নাকি বিয়ে করতে যাচ্ছে...... আঙটি পরানোর দিন তারিখ ও ফাইনাল। আগামী আগষ্ট মাসেই আর্চি তার ভবিষ্যত জীবন সাথীকে হাঁটু গেড়ে প্রপোজ করতে যাচ্ছে।
রিভারডেল স্কুলের আর্চি এন্ড্রুজ কে আপনারা নিশ্চয়ই ভুলে যান নি? সাদামাটা গড়পরতা, লেখাপড়ায় মাঝারি মানের আর্চি সুন্দরী মেয়ে দেখলেই নরম হয়ে যান। বন্ধুদের নিয়ে গড়ে তুলেছেন ছোট খাটো একটা ব্যন্ড দল, আর্চি নিজেই তার লিড সিঙ্গার।
আর তার বিখ্যাত দুই বান্ধবী বেটি এবং ভেরোনিকা। দুজনই আর্চিকে চায় কিন্তু আর্চির সারাজীবনের দ্বিধা—কাকে সে আসলে বেশি ভালবাসে? বেটি নাকি ভেরোনিকা? কিছুতেই সে মনস্থির করতে পারে না।
মধ্যবিত্ত পরিবারের কর্মঠ সহজ সরল বেটি যে কোন দুর্দিনে আর্চির পাশে থাকে, জান প্রান দিয়ে তাকে ভালবাসে। বেটির অনেক গুন, আর্চিদের ব্যন্ড দলের সেও একজন সদস্য। নিয়মিত কবিতা লেখে। আর ভেরোনিকা মিলিওনিয়ার বাবার মেয়ে, তার পকেট মানি আর হাত খরচের পরিমান চোখ ধাঁধিয়ে দেবার মতো। কোন কাজেই তেমন দক্ষ নয়। তার জীবন যাত্রাই জৌলুসে ভরা। বন্ধুদের নিয়ে বাবার ইয়টে করে সমুদ্র ভ্রমন আর জমকালো পার্টি দেওয়া এই হলো ভেরোনিকা। মনে মনে সেও আর্চিকে ভীষন ভাবে চায়।
তবে ভবিষ্যত বানী যা শোনা যাচ্ছেঃ আগামী আগষ্টে আর্চি আঙটি পরাতে যাচ্ছে ভেরোনিকাকে। গুজব না ষ্টান্ট কে জানে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



