একদিন এক কৃষক ঝুড়ি ভর্তি ডিম নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছিল।পথে একজন জ্ঞানী ব্যাক্তি আর একজন বোকা লোকের সাথে দেখা। বোকা লোকটি জ্ঞানী লোকের সাথে হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল। বোকা লোকটি কৃষককে জানতে চাইলো-"ভাই কি নিয়ে হাটে যাচ্ছো?"
কৃষক বললো-"বলা যাবেনা"।
বোকা লোক-"আরে ভাই বলোনা ঝুড়িতে কি নিয়ে যাও"?
কৃষকঃ- "আমার ঝুড়িতে কি আছে যদি তুই বলতে পারিস তাহলে তোকে ঝুড়ি থেকে এক হালী ডিম দিয়ে দেবো"।
বোকা লোকঃ-"সত্যই দিবাতো"?
কৃষকঃ -সত্যই দেবো-জ্ঞানী লোক সাক্ষী।
বোকা লোকঃ-ঠিক আছে জিনিশটা সম্পর্কে একটু হিংস দেও।
কৃষকঃ ঝুড়িতে যা আছে তা রান্না করে খাওন যায়, আবার ঐ জিনিশের বাচ্চাও পয়দা হওঁয়।
এবার বোকা লোক মাথা চুলকাতে চুলকাতে বললো-" বুজ্জি-তোমার ঝুড়িতে গরু আছে, গরুর বাচ্চা পয়দা হয়"।
কৃষক-"না হলোনা"।
বোকা লোক-"ঠিক আছে আর একটা চান্স দেও"
কৃষক-দিলাম।
বোকা লোকঃ-আচ্ছা তোমার ঝুড়িতে যা আছে সেই সম্পর্কে আরো একটু হিংস খোলাশা করে দেও।
কৃষকঃ আমার ঝুড়িতে যা আছে-তা ভাংলে সাদা তরল পদার্থ বের হয়।
বোকা লোকঃ-এইবার বুজ্জি, তোমার ঝুড়িতে লেমু আছে!
কৃষকঃ-না হলোনা!
বোকা লোকঃ-ঠিক আছে আর একটা চান্স দেও-এইটা লাস্ট চান্স।
কৃষকঃ ঠিক আছে -দিলাম, তবে মনে রাখবা এইটাই লাস্ট চান্স।
বোকা লোকটি জ্ঞানী লোকের সাথে শলাপরামর্শ করে, অনেক চিন্তা ভাবনা করে বললো-তোমার ঝুড়িতে গরুর দুধ আছে।
কৃষকঃ হয়নায়।
এবার জ্ঞানী লোকটা কৃষককে প্রশ্ন করলেন-আচ্ছা সত্যি কইরা বলতো-তোর ঝুড়িতে আসলে কী আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



