পরিতোষ গুপ্ত
আয়নার সন্মুখে দেখি নিজ মুখ
হেথায় কি আছে, বেদনা না সুখ!
দেখি আছে আধা আধা দুটোই সমান
অর্ধেক জড়তা আর অর্ধেক প্রাণ।
অর্ধেক মাতৃ গুণ অর্ধেক পিতা
সমান সমান আছে মধু আর তিতা।
অর্ধেক আঁধার আর অর্ধেক আলো
অর্ধেক মন্দরিপু অর্ধেক ভালো।
জীবনের আধা আধা নিয়ে সমাহার
ধরনীতে বেঁচে আছে জীবন আমার।।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




