তুই কিসের জন্যে করিছরে তোর এমন সর্বনাশ,
জীবন চলার পথে কি তোর মিটেনাইকো আশ?
ভেঙ্গে গেছে নব প্রেমের সন্ধিক্ষনের আশা
অঙ্কুরিত হওয়ার আগেই ভাঙ্গছে ভালবাসা?
জীবন এমন কঠিনই হয় চলতি পথে পথে
কত জনই আঘাত হানে এসে উল্টো রথে।
কত জনই ছলাকলা করে চলে যায়
কত জনই স্বার্থ গেলেই দুরে সরে যায়।
কত জনই আসে শুধু আপন সুখের লাগি
দিবস রাতি ভালবাসার জন্য থাকে জাগি।
এমন কত অভিনয়ের পাবে অভিনেতা
ছলাকলার বিনিময়ে ভালবাসার ক্রেতা।
তাই বলে কি জীবন এমন অনাহুতের মত
আপন জীবন আপন হাতে করতে হবে ক্ষত?
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২২ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




