তোমায় যখন চাই গো আমার প্রাণে
তুমি তখন থাকো অনেক দূরে
আমার ব্যাথার সমস্ত গান খানি
তোমার কাছে পাঠাই করুণ সুরে,
তুমি তখন আপন সুখে উজার করে মন
সূদুর পানে ধাইছ অন্য খানে,
আমার আকুল ব্যকুল কণ্ঠ খানি
অবহেলায় শুনছ না তা কানে।
তবু আমার হৃদয় পরে তোমার আসন খানি
অনেক মায়ায় আছে সযতনে,
তোমার খুশি সুখের তরে যাও
আমার ব্যথা থাকুক আমার মনে।।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




