যখন তোমায়, অহংকারের স্বর্ন সিংহাসনে
পূজার থালা সাজায় রাজা দর্প ভরা মনে
তুমি হেথায় থাকো না যে, যাও যে পথের ধারে
দীনদরিদ্র করছে পূজা যেথায় ভক্তি ভরে
সেথায় তোমার চরণ খানি বরন করে নামে
রাজার পূজায় চরণ তোমার দূর হতে যায় থেমে।
তোমার আসন --বসন যেথায় নাই
তাদের কাছে তোমার পূজার মূল্য দেখতে পাই।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




