তোমার চরণে এনেছি দিতে শুধু একফোঁটা জল,
তুমি যদি লও কৃপা করে তাহা অভাগার সম্বল।
দুটি চোখ মোর ভরে থাকে জলে,
অভাগা আমায় বলে সকলে
সকল বেদনা নয়নের জলে করে সদা টলমল।
তুমি যদি লও কৃপা করে তাহা অভাগার সম্বল।
কতজন কত অঞ্জলি দেয় কত সমাহার আনি,
রিক্ত আমি, আছে শুধু মোর ব্যথার হৃদয় খানি।
তোমাকে আমি দিয়েছি হৃদয়,
হোক না আমার সব পরাজয়-
তোমার চরণে করে যাব ক্ষয়- আমার পরান খানি।
রিক্ত আমি, আছে শুধু মোর ব্যথার হৃদয় খানি।
কতজন আমায় করে উপহাস ছিন্ন বস্ত্র দেখে,
ব্সন ভূষণ অলঙ্কারে তাহারা রয়েছে ঢেকে।
চাই না আমি রাজ্য রতন,
তোমার করুণার জীর্ণ এ কোণ
তাহাই আমার মনের মতন স্বর্ণ প্রাসাদ থেকে।
কতজন আমায় উপহাস করে ছিন্ন বস্ত্র দেখে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




