কামনায় ভরে আছে মন;
অতৃপ্ত তৃষিত চঞ্চল জীবন
এতো কিছু চায় প্রাণ এতো বুকে আশা,
ঝড়ের মেঘের মত দুরন্ত প্রত্যাশা
ভিজে না বুক, তপ্ত খরদাহ-
অসীম আকাঙ্খা প্রাণে কামনা প্রবাহ।
সাগরের মাঝে থেকেও তৃষিত প্রাণ
অনাসিক্ত দেহ মোর যত করি স্নান,
নাই নাই তৃপ্তি নাই অফুরন্ত আশা
মিটে না জীবন, চাই অসীম ভালোবাসা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




