বহুকাল আগে এই পৃথিবীতে যখন
নারীর শরীর নষ্ট করে দিয়ে যেত পুরুষের মন
সেই সব রাত্রির বিষাক্ত অন্ধকার
পৃথিবীর পরে নেমে এসেছে আবার।
এখন নারীর প্রেমে অন্ধকার গলির ভিতর
হিংস্র দন্ত ঘষে অসভ্য ইতর।
পৃথিবীতে প্রেমের আলো জ্বলে না এখন
ডাস্টবিন হয়ে গেছে সকলার মন।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




