একদিন পৃথিবীতে প্রেম ছিল মানুষের মনে
গান ছিলো, স্বপ্ন ছিলো, প্রাণ ছিলো প্রাণের গহীনে।
সেই সব দিন গভীর অন্ধকারে গেছে ঢেকে
তখন সম্পর্ক ছিলো সরল--মানুষ মানুষকে পেতো খুব কাছ থেকে।
এখন আলোকিত হয়েছে পৃথিবী -
ঢেড় আলো পরেছে ধরায়
তাই উত্তপ্ত মানুষের মন- মানুষ তাই আজ দূর থেকে অহংকারী হাত বাড়ায়।
মানুষের মনে আজ উত্তপ্ত বেদনা, শান্তির সুবাতাস হীন
মানুষের মনে আজ শুধুই ছলনা প্রেম তাই হয়েছে বিলীন।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৩ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




