একদিন চাঁদের মত মুখ ছিলো মানুষের
দেহে ছিলো অফুরন্ত প্রাণ --মুখে ছিলো প্রাঞ্জল ভাষা
সবুজ মাঠের মতো বিস্তীর্ণ ছিলো স্বপ্ন ও সাধ
প্রেম ছিলো হৃদয়ে সজল-- মনে ছিলো অফুরন্ত আশা।
এখন পৃথিবীতে আলো নেই আর
মানুষের মনে এখন গহীন আঁধার
হৃদয় পঁচে গেছে উচ্ছিষ্টের মতো
মানুষের জীবন এখন অবিকল গাধার।
তবুও তুমি আছ এখনো সতেজ শিশিরের মত শুভ্র শাদা
পৃথিবীর এই কদাকারে তোমার লাগেনি তো দুর্গন্ধ নোংরা পঁচা কাদা।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




