জাগিয়া রয়েছে চাঁদ সারারাত একা-একা প্রহরীর মতো,
আধো আলো অন্ধকারে কালো কালো ডালপালা কথা বলে কত
রূপালী চাঁদের সাথে,- কুয়াশায় ভিজে ভিজে শিশির বুকে লয়ে ঘাস-
নিস্তব্ধ কালো জলে নদী আর পানকৌড়ি খেলা করে জানি বারোমাস।
জানি আমি তাহাদের মতো আর- আমার আজ নেই আয়োজন
তবু কেন অন্ধকারে একা একা কোথা যেন উড়ে যায় মন
সবাই ঘুমায়ে পড়ে স্তব্ধ অন্ধকারে পৃথিবী হয়ে যায় অশরীরী প্রাণ
কান পেতে শুনি আমি ঐ দূর গ্রহলোক হতে আসা অসীমের গান
সব মায়া ঝরে পরে ধরনীর ধুলি পরে- খসে পড়ে সব আস্তরণ
অসীমের মহা কালে মিশে যায় ডুবে যায় ক্ষয়ে যাওয়া অতৃপ্ত মন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৭