গণবিচ্ছিন্ণ কিছু মানুষ ক্ষমতায় গেলে এমন ই লাগে।তারা যখন ক্ষমতায় আসেনি, তাদের তখন ও ফকিন্নির পোলাপানের সংস্পর্শে যেতে হয় নি,এখন ও না। তারা কি করে বুঝবে। এসি গাড়ি থেকে নেমে এসি রুমে ঢুকে অফিস করা, তার পর এসি করা বাসায় গিয়ে নিদ্রা যাওয়া।তাদের বাজারে যেতে হয় না, বাজার করতে। ফ্রিজ এমনি ভরা থাকে।ওরা কি বুঝবে।ওডের কথা বার্তায় তাদের দম্ভ স্পস্ট হয়ে উঠে, তাই। এটা ই তো সে। তাই না।যে দল ই ক্ষমতায় থাকুক, তারা তো ভালো ই ছিল।তাদের তো আন্দোলনে যেতে হয়নি, তারা কি করে বুঝবে আন্দোলন এর চরিত্র কি? এতো করাপ্টেট সরকার ছিল,ওি সরকার আমলেও ওরা বড় বড় ব্যাবসা করে আসেছে, ১০০% সততা দিয়ে কিভাবে করেছে। কোন লোককে ঘুষ না দিয়ে কেমনে করছে ব্যবসা?!!
আট মাসের হিসাব করতে গিয়ে দেখি, ওনারা কি করতএ এসে কি কি করেছেন
ওনাদের মূল উদ্দেশ্য ছিল-
১।একটা সঠিক ভোটার তালিকা তৈরী
২।নির্বাচনী পরিবেশ তৈরী
৩।চরম করাপ্টেড লোক জন কে নির্বাচন থেকে দূরে রাখা। এর জন্য দূর্নিতি বিরোধী অভিজান।
ওনারা এসে কি কি করলেন-
১।বস্তি আর হকার উচ্ছেদ-ওরা কি অপরাধ করছিল?
২।বিদ্যুৎ শক্তি জমানোর জন্য, ব্যবসায়ীদের সময় বেধে দেয়া-এটা কি ওনাদের মূল দায়িত্ব ছিল?
৩।বড় বড় হোতা দের বাদ দিয়ে ছোটখাট ব্যাবসায়ীদের ও ভয়ের ঠিতর রাখা, ব্যাংক হিসাব চেয়ে।
৪।৪টা পাট কল বন্ধ(ওনারা কি এর জন্য ক্সমতায় বসেছেন?)
৫।চিনি কল বন্ধ
৬।গার্মেন্টস বন্ধ
৭।চিটাগাং ডিপ সি পোর্ট দিয়ে দেয়া(বিশ্বস্থ সূত্রে খবর)
৮।কিছু চুক্তি এখন ও হাতে আছে, হাত নিস পিস করছে হয়তো,তাও করে ফেলবেন।
যা করারা কথা করেন নি-
১। এখন ও বিমান এর দূর্নিতিবাজদের ধরা হয়নি
২। যেই সব সচিব বা বড় কর্মকর্তা আগের বড় বড় দেশ বিরোধি চুক্তি গুলো কাউকে না জানিয়ে করে গিয়েছেন টাদএর ধরে ধরে শাস্তি দেয়া।দৃস্টান্ত মূলক শাস্তি।
৩।এর সাথে জড়িত নেতাদের ধরা।
৪। বন্যার্তদের জন্য প্রস্তুতি
------
----
জংন তাদের এখানে বসিয়েছে দেশোন্নয়নের জন্য না, তারা বসিয়েছে দুর্যোগ মোকাবিলার জন্য।অন্য কোন সিদ্ধান্ত নেয়ার জন্য না।
কিন্তু তরা তাই করে আমাদের বারোটা বাজাচ্ছে।এখন ভারত থেকে চাল এনে ভাত খাও। তারা কাদের লাভ দেখতে এসেছে?কাদের ভাল করতে এসেছে?
আমাদের মতো স্বাধিন দেশের নাগরিকদের কোন অধিকারে ঢাকার আমেরিকান দূতাবাস বলতে সাহস পায়, জন গনের সংযত আচরন করা উচিৎ।তারা আমাদের পর্যবেক্সন করছে।আমরা কি আচরন করব তাও কি তরা ঠিক করে দিবে?আমরা েখন কোথায় আছি?
লেখক: অপালা
সূত্র: সচলায়তন
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



