ওয়ামি আপনার পোস্টে আপনি আমার পোস্টে লেখা হয় নাই এমন অনেক প্রসঙ্গ তুলে জল ঘোলা করে মাছ শিকার করতে চেয়েছেন।
আপনাকে প্রশ্ন:
পোস্টে কোথায় লেখা আছে যে রাজাকার পুত্রের সাথে সম্পর্ক রক্ষা করলে 'ছদ্মবেশি রাজাকার' হয়? আপনি নিজে আপনার মন্তব্যে এটা জুড়ে দিলেন।
আবারও বলি ভালো করে পোস্টটি পড়ুন। মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। পোস্টে বরং উল্টো কথাটাই লেখা আছে। লেখা আছে:
"শিবির-রাজাকারের সমর্থকদের বন্ধু হওয়া হয়তো আজকের দিনে খারাপ কিছু না।"
পোস্টে একথাও বলা আছে:
"নিজের বাবাকে ভালবাসাটাও অন্যায় কিছু না। রাজাকার ও শিবির কারো কারো কাছে ঘৃণিত শব্দ, সবার কাছে না।"
অথচ আপনি মিথ্যা ও ছলনার আশ্রয় নিয়ে বললেন, লেখক "মানবতাকে পরাজিত দেখতে চান। বিজয়ী দেখতে চান কোনো অশুভ শক্তিকে"।
আপনার এই প্রতারণামূলক বক্তব্য দিয়ে আপনি সত্যকে ঢাকতে পারবেন না।
রাজাকারপুত্র হিসেবে গর্ব করার কিছু নেই। লজ্জা পাওয়ার আছে।
আপনি বরং নাইমুল ইসলাম খানের মত বলতে পারতেন। বলতে পারতেন, আমার বাবা যদি এদেশের স্বাধীনতার বিরোধিতা করে অন্যায় করে থাকেন, কোনো যুদ্ধাপরাধ করে থাকেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করে থাকেন, তবে আমি এদেশের সন্তান হিসেবে তার বিচার চাই। আমি চাই এদেশের আদালত আমাকে জানাক আমার বাবা দোষী না নির্দোষ।
আপনি বলতে পারেন, নিজের বাবাকে নিয়ে প্রকাশ্যে আমাকে অনেক লজ্জায় পড়তে হয়, তার চেয়েও বেশি লজ্জার যে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি।
আপনি বলতে পারতেন, সব যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার হোক, তিনি যদি আমার পিতা হন তাও যেন তাকে ক্ষমা করা না হয়।
তখনই আপনি কেবল মানবতার জয় দেখতে পেতেন।
তা না করে আপনি খালেদা জিয়া যেমন বললেন তারেক দুর্নীতি করে নাই তেমনি করে একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করতে নেমে গেলেন নির্লজ্জের মত। আপনার মুখে সর্বশক্তিমানের কথা মানায় না জনাব ওয়ামি।
(আপনার প্রতি আমার কোনো ঘৃণা নাই (আপনি রাজাকারের ঘরে জন্মেছেন এ আপনার নিয়তি), তবে অবশ্যই ঘৃণা আছে আপনার পূর্বপুরুষের প্রতি - যে ঘৃণা রয়েছে স্বজন হারা লক্ষ লক্ষ বাঙালির বুকে।)
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



