আল জাজিরা খ্যাত "All the Prime Minister's Men" এর বাংলাদেশী যে সাংবাদিক ছিল, তাসনীম খলিল। গতকাল তার রিপোটে নেত্র নিউজ থেকে একটা নিউজ করা "আয়নাঘরের বন্দী: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা" শিরোনামে। বাংলাদেশে গুমের শিকার হওয়া ব্যাক্তিদের কোথায় রাখা আটক রাখা হয় এবং তাদের সাথে কী করা হয় সেটাই ছিল নিজের বিষয়। ঢাকায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদরদপ্তরের ঠিক পেছনেই এই বন্দীশালাটির অবস্থান। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এখানে বন্দীদের আটক রেখে নির্যাতন করা হয়। আয়নাঘর নামক এই বন্দীশালার দুই সার্ভাইভারের জবানবন্দী এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত হুইসেলব্লোয়ারদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্র নিউজে এই অনুসন্ধানী প্রতিবেদন করে।
যদি বিষয়টি সামান্যতম সত্যি হয় তাহলে খুব ভয়াবহ অবস্থায় আছি আমরা।
লিখেছেন রাজীব নুর, ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
১। মার্টিন লুথার কিং ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। আমাদের মহাত্মা গান্ধীর কর্মকান্ড লুথার খুবই পছন্দ করতেন। ১৯৫৫ সালে লুথার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসোফি ডিগ্রি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৭
গত মে মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে দেখানো হয়েছিল ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের তালিকা। তখন বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখন পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। গত ১১... ...বাকিটুকু পড়ুন
খালেদা জিয়ার অসুস্থতার নাটক ছিল তারেক জিয়ার দেশে ফেরার রাজনৈতিক ট্রাম্পকার্ড। কথায় আছে,' দুষ্টু লোকের মিষ্টি ভাষা '। বাংলাদেশের রাজনীতিতে দূর্নীতিবাজ ও মাফিয়া গডফাদার তারেক রহমানের দেশে ফেরা... ...বাকিটুকু পড়ুন