
শত’তে তুমি শুধু আমার
তুমি ছন্দ, তুমি সুর, তুমি সুরভী
তুমি চিন্তায়, তুমি চেতনায়, তুমি বেদনায়
তুমি আশ্বাস, তুমি নিঃশ্বাস, তুমি বিশ্বাস
তুমি জল্পনা, তুমি কল্পনা, তুমি আল্পনা
তুমি সতেজ, তুমি সবুজ, তুমি অবুঝ
তুমি স্মৃতি, তুমি জ্যোতি, তুমি স্বপ্ন
তুমি উচ্ছাস, তুমি উদ্যাম, তুমি উৎসাহ
তুমি সুখ, তুমি আবেগ, তুমি আনন্দ
তুমি আঘাতে, তুমি বাতাসে, তুমি হৃদয়ে
তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি ভালোবাসাতে
তুমি সুখে, তুমি দুঃখে, তুমি এ-বুকে
তুমি নয়নে, তুমি শয়নে, তুমি স্বপনে
তুমি নদীতে, তুমি ঝর্নাতে, তুমি সাগরে
তুমি শরতে, তুমি হেমন্তে, তুমি বসন্তে
তুমি বর্ষা, তুমি বৃষ্টি, তুমি বন্যা
তুমি ঝড়, তুমি তুফান, তুমি জলোচ্ছাস
তুমি আলো, তুমি ছায়া, তুমি মায়া
তুমি চাঁদ, তুমি তারা, তুমি জোসনা
তুমি গল্প, তুমি কবিতা, তুমি উপন্যাস
তুমি ফুল, তুমি প্রজাপ্রতি, তুমি পাখী
তুমি গ্রহ, তুমি নক্ষত্র, তুমি ছায়াপথ
তুমি বন, তুমি উদ্যান, তুমি মরূভূমি
তুমি দুর্দম, তুমি দুরস্ত, তুমি দুরন্ত
তুমি সুন্দর, তুমি সুকোমল, তুমি সত্য
তুমি অনন্ত, অসীম, তুমি অনাবিল
তুমি রূপসী, তুমি মানসী, তুমি প্রেয়সী
তুমি অপরূপা, তুমি অভীমানী, তুমি অনুভুতী
তুমি লাজুক, তুমি অনুভব, তুমি চিরসাথী
তুমি সোনালী সকাল, তুমি শান্ত বিকেল, তুমি নিঝুম রাত
তুমি বৈশাখী মেঘ, তুমি ঘন বর্ষণ
তুমি নেশা, তুমি তৃষ্ণা, তুমি প্রত্যাশা
তুমি শক্তি, তুমি শাহস, তুমি মনোবল
তুমি জীবন, তুমি মরন, তুমি যৌবন
তুমি বন্ধন, আর তুমি শুধু আমার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



