আমার লিখবার খাতাটি পুড়িয়ে ফেলেছি। ভেবেছিলাম একটা মস্ত উপন্যাস, নিদেনপক্ষে একটা গল্প লিখবো। পারলাম কই। জীবনের যে গল্পগুলো লিখবো বলে ভেবেছিলাম, ঐ বুড়ো সেগুলো অনেক আগেই কীভাবে কীভাবে যেন জেনে ফেলে লিখে গেছে। অসহ্য লাগে বুড়োটাকে! মাঝে মাঝে এত জ্বালাতন করে! সারাটা দিন, পুরোটা রাত আচ্ছন্ন করে রাখে আমার। কিছুতেই বেরুতে পারিনা তার গানের মোহ থেকে। কী আছে ওতে? অমন মেঘলা মেঘলা দিনে প্রিয়াকে কিছু বলতে গেলেও বলে ফেলি--
এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
নাহ! এ তো ভীষণ জ্বালা! তুমুল রক এন রোলের ফোল্ডারটা সিলেক্ট করি। হুমম, এবার মনে হয় বের হতে পারবো......কয়েকটা সেকেন্ড, নাহ! আবার যে-ই কে সে-ই। এসব পাথুরে গানে মনটা কিছুতেই অনুরণিত হচ্ছেনা।সেই আগের ফোল্ডারেই ফেরৎ। কী তার যাদু, কী তার মোহ!
একি আকুলতা ভুবনে ! একি চঞ্চলতা পবনে।।
একি মধুরমদির রসরাশি আজি শূন্যতলে চলে ভাসি,
ঝরে চন্দ্রকরে একি হাসি, ফুল- গন্ধ লুটে গগনে।।
একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে,
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।
সুখে শিহরে সকল বনরাজি, উঠে মোহনবাঁশরি বাজি,
হেরো পূর্ণবিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে।।
আজ যে নেশা লেগেই গেলো। বুড়োর যাদুর নেশা সাংঘাতিক। গুড়ুম গুড়ুম মেঘ বাজলেও তার গান, আকাশ ভরা জোছনার বন্যাতেও ঐ বুড়ো।
আজ তালের বনের করতালি কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে।।
না-দেখা কোন্ বীণা বাজে আকাশ-মাঝে,
না-শোনা কোন্ রাগ রাগিণী শূন্যে ঢালে।।
ওর খুশির সাথে কোন্ খুশির আজ মেলামেশা,
কোন্ বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা।
তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে।।
আজ রাতটাও বুড়োটার গানের দখলে চলে গেল।
-------------------------------------------------------------------------------
এখানে দুষ্ট বুড়োটার যাদুর দু'শোটা পরশপাথর আছে। আমার প্রিয় কয়েকজন গানওলাদের গাওয়া প্রিয় কয়েকটি গান। সবগুলো মিডিয়াফায়ারে তোলা। আলাদা ফোল্ডার করেছি, নিজেরি সুবিধের জন্যে। নিজেও মরছি তো, তাই অন্য সবাইকেও একই পথে নেবার জন্যেই এই কাজ।
চিন্ময় চট্টোপাধ্যায়
হেমন্ত মুখোপাধ্যায়
ইন্দ্রাণী সেন
রেজওয়ানা চৌধুরি
সাগর সেন
সুচিত্রা মিত্র
শ্রীকান্ত আচার্য্য
সুমন
আর
বিশেষ পছন্দের কয়েকজন শিল্পীকে একসাথে করেছি ।
--------------------------------------------------------------------------
এই পোস্টটি আমি যার গান তারেই উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:০০