ক্লান্ত দেহে আমি নক্ষত্রপাড়ায়
আর সে তখন পালবাড়ির জলসাঘরে
আঁধফোটা চোখে হয়তো বা স্বপ্নজাল বুনছিল
একটু একটু করে ছিঁড়ছিলো সময়ের বেড়াজাল।
তারপর;
তারপর, কালভেলায় ভেসে ভেসে একদিন হারিয়ে গেল
অপেক্ষার দীর্ঘ প্রহর--
আমরা এখন মুখোমুখী
অস্তগামী সূর্যের রেখায় রেখায়
দখিণা বাতাসে গা লাগানো সাইবেরিয়ান বলাকার পাখায় পাখায়।
হায়,
অপয়া বাতাস!
নায়াগ্রার পায়ে ছুঁটে এলো
আমারি সামনে ছুঁয়ে গেল আমার মনীষাকে
হুড়মুড়িয়ে ফিরে গেল রাতের শেষ ট্রেন
আমি এখন একা; যেমন একা ছিলাম তেমনি একা হয়ে গেলাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




