তা যদি করে তাহলে তুই এক চোরের সন্তান । অথবা এক অকম্মার সন্তান।
সরকারি চাকরি করতে চায় দুই ধরনের লোক।
1> চোর: জানে সরকারি বেতন দিয়ে তাদের চলবেনা। তাদের উদ্দেশ্য জাতির গলায় ছুরি ধরে নিজের পকেট ভরা। শতকরা 90% সরকারি কর্মচারি এই জাত।
2> অকম্মা : হয়তবা সৎ কিন্তু অকম্মা। নাইলে এই বেতনে চাকরি করতনা।
দেশের উপকার করতে চান? আপনার কোন সহপাঠি বা সহকর্মির বাবা বা মা যদি সরকারি চাকরি করে তাহলে তাদের মুখে থুথু মেরে বলবেন যে থুথুটা যেন তার বাপ মায়ের মুখে মেরে আসে। কারন তারা ঘুষ আর দুর্নীতির টাকায় তাদের সন্তানকে বড়ো করেছে। এই লজ্জা, ঘৃনা যদি তাদের না পৌছানো হয়, তাহলে এরা এই শোষন চালিয়ে যাবে বুক ফুলিয়ে। দয়া করে এদের বিরুদ্ধে কিছু করেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




