কিছুদিন আগে একটি কর্মশালায় গিয়েছিলাম। কর্মশালার বিষয়বস্তু ছিল "আপন উন্নতি" (Self Development)। কর্মশালার নাম দেখেই পছন্দ হয়ে গেল। তার অবশ্য যথাযত কারন আছে, প্র্রথমত মারাক্তক অলস আমি, দ্বিতীয়ত হাতে পর্যাপ্ত সময় আছে, তৃতীয় কারন আমার খুব পছন্দের একজন শিক্ষক এটি পরিচালনা করছেন। মনে মনে ভাবছিলাম কি এমন গোপন কথা যা জানাতে এ কর্মশালা। যাইহোক অনেক কষ্টে (অাবার সেই অলসতা) প্রথম পর্বে উপস্থিত হয়েছিলাম। সেখানে পেলাম এক ডিজিটাল বাবার দেখা। কি ভাবে তা বলি- আমাদের প্রশিক্ষক, আমাদের নিজের ই-মেইল ঠিকানা কেমন হবে তা বলতে গেলে বলেন ‘প্রত্যেকের ইমেল ঠিকানা হওয়া উচিত তার নামের সাথে যথার্থ মিল এমন’। তো অনেকেই প্রতিবাদ করল ‘স্যার, নিজের নামের তো একাধিক ইউজার নাম থাকে’। এর প্রতিউত্তরে আমদের প্রশিক্ষক বলেন- “যদি তা না হয় তবে কিছুটা মিল রেখে করা। আমি আমার চার মাস বয়সের মেয়ের জন্য দুটি ই-মেইল ঠিকানা খুলেছি, বড় হয়ে ও যেটা পছন্দ করবে সেটা ব্যবহার করবে। কারন ও যখন বড় হবে তখন আর এ নামে ইউজার নাম পর্যাপ্ত থাকবে না।”
তো বলুন ভদ্রলোককে ডিজিটাল বাবা বলব না কেন? কর্মশালা করে মনে হচ্ছে এ ধরনের কর্মশালায় প্রতিমাসে একবার করা দরকার, বিশেষ করে আমার মত যারা অলস। পরিচিত সুধীজন আপনারা নিশ্চই বুঝেছেন এ আর অন্য কোন কেউ নয় আমাদের অতি প্রিয় শিক্ষক ইফতেখার আমিন স্যার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




