somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী দেশ বিক্রি করে এসেছেন: খালেদা জিয়া ( হায় হায় হায় ):((:((:((:((:((

১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
( খালেদা জিয়ার কথা শুনিয়া হাসতে হাসতে চোখে পানি চলে আসলো।)



বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্য ভারত সফরে বাংলাদেশকে বিক্রি করে এসেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আজ রোববার এ কথা বলেন

বিএনপির চেয়ারপারসন প্রথমে লিখিত বক্তব্য দেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সম্পাদিত চুক্তির সমালোচনা, সংসদে যাওয়ার বিষয় এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন সম্পর্কে কথা বলেন।

এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী গোপন চুক্তি করে এসেছেন। এসব চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলনে নামবে। তবে কবে থেকে এই আন্দোলন শুরু করা হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

সংসদে যাওয়া প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, তাঁরা কখনোই বলেননি যে তাঁরা সংসদে যাবেন না। পরিবেশ সৃষ্টি হলেই বিএনপি সংসদে যাবে বলে উল্লেখ করেন।

প্রথম আলোর পাঠকের মন্তব্য কলাম থেকে নিচের মন্তব্য গুলো পেলাম

Harun Rashid
Bah Madam Khaleda Bah....Aponi to ... moha gonok............Gupon ki chukti korese tao aponi janen !!!! Haire amar hoto vaga desh.....haire amar ...opposion leader !!...
---------------------------------------
Madam,if you know at what price the country is sold out to India,please let's know so that I can ask for my share of the sales proceed.Also I strongly suggest you to claim your share.But the bottom line is -you will have to do it in parliament,not any other forum.That's why you are elected and you have taken oath as MP.

---------------------------------------
Muhammad Ashfaqueudduza
কারো কাছে মানসিক হাসপাতালের ঠিকানা আছে ?
---------------------------------------

Per Kg. How much?
---------------------------------------

মাননীয় বিরোধী দলীয় নেত্রী, প্রধানমন্ত্রী কী গোপন চুক্তি করেছেন আমরা সবিনয়ে আপনার কাছে জানতে চাই।
---------------------------------------

Habib Zaman
What a stupid comments !!! . Infact, a chairperson having no qualification could comments like that, not surprising at all !!! What did you do and your dearest son tareek in your time ? People did not forget it. Important thing you should know that you are a chairperson of an opposition party. You should understand what you say!!!. Having bi lateral relationship with neighbouring countries in relation to different issues never signify that our country was being sold out !!!. Try to love country . Sheik hasina will not sell her country....
---------------------------------------

Saifuzzaman Khaled
বিরোধী দল যে কথাগুলো বলছে তা তাদের দলীয় স্বার্থে, দলীয় দৃষ্টিকোণ থেকেই বলছে; এখানে জাতীয় স্বার্থের প্রশ্নটা গৌণ। ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় জিয়াউর রহমানের বিএনপি শাসনামলে ১৯৮০ সালের ৪ অক্টোবর। ভারতের পক্ষে তৎকালীন বাণিজ্য, ইস্পাত ও খনিমন্ত্রী প্রণব মুখার্জি এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিতে পরিষ্কারভাবে বলা ছিল‘একটি দেশের দুইটি স্থানের মধ্যে অপরের এলাকার মধ্য দিয়ে পণ্য চলাচলের লক্ষ্যে দুই দেশের বাণিজ্যের জন্য তাদের নৌপথ, সড়ক পথ ও রেলপথ ব্যবহার করার লক্ষ্যে দুই সরকার পারস্পারিক লাভজনক ব্যবস্থা তৈরি করতে একমত পোষণ’ করা হয়।

পরবর্তীতে জোট সরকারের সময়ে ২০০৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অর্থ ও পরিকল্কপ্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে ভারত সফরে গেলে আরেকটি নতুন বানিজ্য চুক্তি করা হয়। ১৯৮০ সালে সম্পাদিত মূল চুক্তির সব ধারা বহাল রাখা হয়; যাতে বাংলাদেশের ভূখন্ড দিয়ে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে সড়ক, রেল, নৌপথে পণ্য পরিবহনের সুবিধা দেওয়ার বিষয় ছিল। ২০০৬-এর ২১ মার্চ নয়াদিল্লিতে ভারতের পক্ষে শিল্প ও বাণিজ্যমন্ত্রী কমল নাথ এবং বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। ২০০৬-এর ১ এপ্রিল থেকে কার্যকর এ চুক্তি তিন বছরের জন্য বলবৎ থাকবে।

এখন তারা বলছেন এটা দেশের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য হুমকি - এটা পরিষ্কার স্ববিরোধীতা। তাছাড়া কথায় কথায় দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের মতো সিরিয়াস বিষয়গুলোকে ঠেনে আনার অভ্যাস ত্যাগ করা উচিত। যে দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছিল তারাই স্বাধীনতাকে বিকিয়ে দেবে সেটা যারা বললেন তারা নিজেরাই বিশ্বাস করেন না । বিশ্লেকরা বলছেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর মাত্র ৪০% এবং মংলা বন্দর মাত্র ২০% ব্যবহার হয়। এখন যদি এটাকে আঞ্চলিক পরিবহনের ক্ষেত্র করা হয় তবে অন্যদেশগুলো এ বন্দর ব্যবহার করবে এবং এতে বন্দরের সর্বোচ্চ বব্যহার নিশ্চিত করা যাবে। তাছাড় সড়ক পথে ট্রানযিট দেওয়াই বাংলাদেশ পরিবহনখাতে ১ বিলিয়ন ডলারের মতো সার্বিস চার্য পাবে। এগুলো কি নেতিবাচক?

ভারত বিরোধীতাকে নিয়ে অকারণ গলাবাজি বন্ধ করুন মাননীয় বিরোধী দলীয় নেত্রী। সমালোচনা করুন জাতীয় স্বার্থের কথা ভেবে। এ সরকারের অনেক সফলতা থাকলেও আমার মতে সবচেয়ে বড়ো ব্যর্থতা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীয়করণ করতে না পারা, স্থাণীয় সরকার ব্যবস্থাকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করাতে না পারা। কই আপনারা তো সে ইস্যু নিয়ে একটা কথাও বলছে না? কারণ আপনারা জানেন স্থানীয় সরকার শক্তিশালী হলে পরে যদি আপনারা ক্ষমাতায় যান তাহলে দূর্ণীতি করার সুযোগটা অনেক কমে আসবে
---------------------------------------

Khaleda Zia has done her job....it is very difficult to understand how anybody, whether it's Sheikh Hasina or Khaleda Zia herself, can "sell" the country!! It hurts to hear a person of Khaleda Zia's stature and standing talking nonsense like "selling away" the country. Is Khaleda Zia not capable of thinking and talking more sensibly and with greater sanity, for the sake of the millions of Bangladeshis she leads?


---------------------------------------
why r you jelous kalada?? In you r time you were not bale to get anything from india.now you are jelous.even your time airltel wanted to come to bangladesh.but your son tarek ask money??now in this government airtel is in bangladesh and want to invest 200million dollar.you know kaleda if someting is not going to serve your son thn it is aganist bangladesh.it is dam true.i wish i one day i would split on your face...........you are noting but probelm to us....
---------------------------------------

মাননীয় বিরোধী দলীয় নেত্রী, এসব কথার এখন বেইল নাই.

---------------------------------------
kalomegh
ভারতের সঙ্গে গোপন চুক্তি হয়েছে, সেটাউ আপনি জানেন ????? বাব্বাহ!!!!!! তাহলে ভারতের সাথেতো আপনারই ভালো সম্পর্ক দেখছি !!!!! এইটা একটু প্রচার করেন। কারণ আপনারাই প্রথম ভারতের পণ্য এই দেশে প্রবেশের অধিকার দিয়েছিলেন, মনে আছে ?????
আপনাকে যদি রিমান্ডে নেয়া হয়, তা হলে কি আপনি বলতে পারবেন, কেমন গোপন চুক্তি হয়েছে ????? না পারলেতো আপনার এই কথা দেশদ্রোহিতার শামিল।।।।
চীনকে আপনি ট্রানজিট দিতে চান, এর কারণ চীন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করেছিল, তাই ????? মানে পাকিস্তানের সাথে যদি এই ধরনের চুক্ত হলে খুব খুশি হতেন, তাই না ???? কিন্তু সেটাতো আপনাকে রাজাকারদের নিয়ে আপনাকেই করতে হবে। তবে মুক্তিযুদ্ধে বিশ্বাসী এই দেশের মানুষ তা হতে দেবে না।
---------------------------------------

খালেদা জিয়া যদি প্রথম আলোর পাঠকের মন্তব্য কলাম দেখত,তাহলে বুঝতে পারত জনগন তার কথায় বিস্বাস করে না.
---------------------------------------

Shamal Sinha
Oh no! If Bangladesh is already sold, then which country we belong to! Are we Indian now? Madam, please make it clear. Do not misguide us, if AL made mistakes, make it very clear to us, we'll definitely prevent that. But with no clue, do not talk rubbish.

---------------------------------------

T R Chowdhury
if hasina sold it she is a better sales person than khaleda...khaleda just couldn't close the deal...so, my advice to khaleda, stop whining and shove it up...no one cares about what your crazy mind thinks...and no one cares for you as u may know from the last election...and most importantly....if its sold why r u still there...go live in pakistan

---------------------------------------

Md. Mynul Hossen
please don't talk like nonsense. It's never happen in the history that country can sell to other country.
---------------------------------------

Saifuzzaman Khaled
মাননীয় বিরোধী দলের নেত্রী, আপনি যা বলছেন সব দলীয় স্বার্থে, দলীয় দৃষ্টিকোণ থেকেই বলছে; এখানে জাতীয় স্বার্থের প্রশ্নটা গৌণ। ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় জিয়াউর রহমানের বিএনপি শাসনামলে ১৯৮০ সালের ৪ অক্টোবর। ভারতের পক্ষে তৎকালীন বাণিজ্য, ইস্পাত ও খনিমন্ত্রী প্রণব মুখার্জি এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিতে পরিষ্কারভাবে বলা ছিল‘একটি দেশের দুইটি স্থানের মধ্যে অপরের এলাকার মধ্য দিয়ে পণ্য চলাচলের লক্ষ্যে দুই দেশের বাণিজ্যের জন্য তাদের নৌপথ, সড়ক পথ ও রেলপথ ব্যবহার করার লক্ষ্যে দুই সরকার পারস্পারিক লাভজনক ব্যবস্থা তৈরি করতে একমত পোষণ’ করা হয়।
পরবর্তীতে জোট সরকারের সময়ে ২০০৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অর্থ ও পরিকল্কপ্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে ভারত সফরে গেলে আরেকটি নতুন বানিজ্য চুক্তি করা হয়। ১৯৮০ সালে সম্পাদিত মূল চুক্তির সব ধারা বহাল রাখা হয়; যাতে বাংলাদেশের ভূখন্ড দিয়ে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে সড়ক, রেল, নৌপথে পণ্য পরিবহনের সুবিধা দেওয়ার বিষয় ছিল। ২০০৬-এর ২১ মার্চ নয়াদিল্লিতে ভারতের পক্ষে শিল্প ও বাণিজ্যমন্ত্রী কমল নাথ এবং বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। ২০০৬-এর ১ এপ্রিল থেকে কার্যকর এ চুক্তি তিন বছরের জন্য বলবৎ থাকবে।

আর বি এন পি এখন বলছে এটা দেশের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য হুমকি - এটা পরিষ্কার স্ববিরোধীতা। তাছাড়া কথায় কথায় দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের মতো সিরিয়াস বিষয়গুলোকে ঠেনে আনার অভ্যাস ত্যাগ করা উচিত। যে দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছিল তারাই স্বাধীনতাকে বিকিয়ে দেবে সেটা যারা বললেন তারা নিজেরাই বিশ্বাস করেন না । বিশ্লেকরা বলছেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর মাত্র ৪০% এবং মংলা বন্দর মাত্র ২০% ব্যবহার হয়। এখন যদি এটাকে আঞ্চলিক পরিবহনের ক্ষেত্র করা হয় তবে অন্যদেশগুলো এ বন্দর ব্যবহার করবে এবং এতে বন্দরের সর্বোচ্চ বব্যহার নিশ্চিত করা যাবে। তাছাড়া সড়ক পথে ট্রানযিট দেওয়াই বাংলাদেশ পরিবহনখাতে ১ বিলিয়ন ডলারের মতো সার্বিস চার্য পাবে। এগুলো কি নেতিবাচক?
গতানুগতিক ভারতবিরোধীতা থেকে বের হয়ে এসে গঠনমূলক সমালোচনা করুন।

---------------------------------------
Md.Mahbub Alam
Madam can u please tell us what are the secret contacts has been signed by sheikh hasina during her india visit?We beleive shortly u will go to street,but why?For power or protest?Ofcours for power.Last one year u did not get enough issue to go to street.I want to suggest u to think about 1/11 before ur commencement of street activities.Please go to parliament and talk there.If the rulling party dont let u talk then we will support u to go to street.U and ur party dont attend in the parliament session for a long time but taking remuneration from country.This is very unfortunate for us.
---------------------------------------

Mohammed Abu Helal.
Who witness? Madam khaleda zia?
---------------------------------------

Md. Abdullahel Farid
madam khaleda ki chan bujina.desh k koutar vetor bondho rakhar din ses.amra samney jetey chai.apni pesoney jetey chailey jaan.kintu amader aktai rakhar kono odhikar nai.apni ei desh er supreme authority noi.ei desh bangabondhu sheikh mujiber noi abar apnar samir o sontner noi.eta amader desh.14 core manusher desh.amader gorib rekhey apnara jahazer malik.jodi public k adar bepari vaben taholey khub vul korben.
---------------------------------------

tasfi
I want to buy 5 KG. Madam can u tell me how much per KG is ?
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৪
২৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট

লিখেছেন নতুন নকিব, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৬

পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট



পানি জীবনের মূল উৎস। এটি ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন:

وَجَعَلۡنَا... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৭

ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)

০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন

হাদিকে shoot করে লাভবান হলো কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪


শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন

আধা রাজাকারি পোষ্ট ......

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৬


আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

লিখেছেন জেন একাত্তর, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২০



কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।

ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

×