শান্ত হও বৎস, শান্ত হও
আকাশ-কুসুম কল্পনা ছাড়ো, বাস্তবে আসো
ফালতু সময় নষ্ট করোনা, তোমার অনেক কাজ বাকি
কল্পনার হাতে নিজেকে ছেড়ে দিও না
কল্পনার ঘোড়ার লাগাম টেনে ধরতে শেখো
যা করো বুঝে-শুনে করো
শুনো, তোমার জন্য কেউ ভাবে না
কেউ তোমার জন্য অপেক্ষা করে না, তুমি কার জন্য অপেক্ষা করছো?
বেশী আশা করোনা, কষ্ট পাবে
দেখো, তুমি যা ভাবো অন্যরা তা ভাবে না
বারবার বিভ্রান্ত হয়ো না
চিন্তাভাবনা স্থির করো, ঠান্ডা মাথায় ভাবো
আবারো বলছি, ফাঁদে পা দিও না
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




