...... আমার জীবন আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা,
আমার শৈশব, কৈশর, তারুন্য, আমার অতীত,
আমার ভবিষ্যত, আমার চিন্তা, চেতনা, উপলব্ধি,
আমার শখ, আমার কল্পনা, আমার স্মৃতি,
আমার আনন্দ, দুঃখ, বিস্ময়, আমার অনুভুতি,
আমার দর্শন, আমার ভালোলাগা, মন্দলাগা,
আমার মা, বাবা, ভাইবোন, আমার আত্মীয়, প্রতিবেশী,
আমার ধর্ম, দেশ, আমার বন্ধু, সহপাঠী, আমার সৃষ্টি,
আমার ভালোবাসা, আমার সত্বা, আমার গন্তব্য,
আমার ঠিকানা, আমার শিক্ষা, মুল্যবোধ, জ্ঞান,
আমার অর্জন, আমার সাফল্য, ব্যর্থতা, আমার আবেগ,
আমার গল্প, আমার বিবেক, আমার স্বাধীনতা,
আমার অভিব্যাক্তি, আচরণ, আমার অপুর্ণতা,
আমার সততা, আমার মিথ্যাচার, আমার দোষ, গুন,
আমার দৃষ্টিভঙ্গি, আমার কৈফিয়ত, দায়বদ্ধতা,
আমার চাওয়া, পাওয়া, না-পাওয়ার কথা,
আমার সংস্কৃতি, আমার বিচিত্র ভাবনা,
আমার থাকা, না থাকা, আমার আমার সবকিছু......
এইসব নিয়ে আমার আমি...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




