অদ্ভূত গন্তব্যে চলে যাত্রা
চলে অন্য স্রোতের যাত্রী
অদ্ভূত আপেক্ষিকতায় ক্লান্ত দিবারাত্রি
বিচিত্র বিষয় পাঠ্য তাহার
সে অদ্ভূত শাস্ত্রের ছাত্র
বিচিত্র পটভূমিতে চলে কবিতার ছত্র
অদ্ভূত অঙ্কের মহড়া চলে
আধো ঘুম জাগরণে
স্বপ্ন ও বাস্তবের ফারাক কোথায়?
অদ্ভূত কল্পনার স্রোতস্বিনী
ছুটে চলে সিন্ধুর সন্ধানে
আপক্ষিকতার সাগরে এসে হাবুডুবু খায়
ঘোর লাগা বিস্ময় মানুষের বিচিত্রতায়
ন্যায়-অন্যায়ের জিরো-পয়েন্ট খুজি কোথায়?
আমি ক্লান্ত আপেক্ষিকের আপেক্ষিকতায়
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




