একটা দেশের মন্ত্রী যখন বলেন "নির্দেশের পর কিছু ঘটে গেলে কী করার আছে? " তখন দেশের যে কি অবস্থা তা সহজেই অনুমেয়। যারা ঘটনা ঘটাচ্ছে তারা কি তাহলে সব কিছুর উর্ধ্বে? এ প্রশ্ন স্বাভাবিক ভাবেই আসে।
এ ধরনের মারামারির ঘটানা প্রায়ই হয়ে আসছে ক্ষমতাসীন দলের ছাত্রদের নিয়ন্ত্রীত বিশ্ববিদ্যালয় সমূহে। তখনও প্রায় একই ধরনের কথাবার্তা আমাদের মন্ত্রীবাহাদুররা বলে ছিলেন। যখনই ক্ষমতাসীন দলের ছাত্ররা কোন ঘটনা ঘটায় তখনই বিভিন্ন ধরনের উক্তি নিয়ে হাজির হন আমাদের মন্ত্রীবাহাদুররা। কেউ বলেন 'ওদের আপকর্মের দ্বায় মূল দল নিবে না', কেউ কেউ বলেন 'ওরা মূল দলের কেউ না' ইত্যাদি আরও কতরকমের হাস্যকর বানী দিয়ে থাকেন আমাদের মন্ত্রীবাহাদুররা!
এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে, তাহলে ক্ষমতাসীন ব্যক্তিরা জনগনকে কি ভাবেন যে জনগন কি তাদের এসব উক্তি বিশ্বাস করে?
ক্ষমতায় থাকা কালে সাধারন জনগনকে নিচু প্রকৃতির বোকা প্রানী মনে করা আমাদের রাজনীতিবিদদের একটা রোগে পরিনত হয়ে গেছে। ক্ষমতায় গেলে মনে করে চির জীবনের জন্য মনে হয় চেয়াটা পেয়ে গেলাম। কিন্তু বাংলার জনগন যে বোকা না তা প্রতি পাঁচ বছর পরপর ভালভাবে বুজিয়ে দেয়।
যার পরিপ্রেক্ষিতে লেখা সেই লেখাটা নিচের লিংকে পাওয়া যাবে
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




