প্রতিবারের মত এবারও এসেছে সেই দিনটি
দিবস হিসেবে আমরা পালন করি নাম স্বাধীনতা
মনের ভিতর হাজারো প্রশ্ন জাগে খুজতে গিয়ে
স্বাধীন এর প্রকৃত অর্থ কি মনের দীনতা আর হীনতা
৪০ বছর পর আজো কি আমরা পেরেছি হতে স্বাধীন?
দাস আর ভৃত্যের মত কাটাইতেছি দিন হয়ে অন্যের অধীন।
অন্যেরা আর কেউ নয় আমাদেরই লোক
জনগণ কে নিয়ে যারা শুধুই করে জোক..
এখনো পারি নাই আমরা কেটে উঠতে লিঙ্গ বৈষম্য থেকে
পর হয়ে যায় ক্ষমতা পেয়ে আপন ভাবি যাকে।
দেশ গড়ার স্বপ্ন নিয়ে যারা গড়ে উঠে দিন দিন
দেশের উন্নতির কথা বললে তাদের মুখ হয় মলিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



