এই বছরের শেষের দিকে বেশ কয়েকটি হরতাল দেখার সৌভাগ্য হয়েছে। হরতাল হলেই আমরা যারা অফিস করি তাদের জীবনে ভীতি নেমে আসে। রাস্তায় নামলেই পিকেটারদের হামলার ভয়। ভয় পুলিশের হাতে হরতাল কর্মী সন্দেহে নাজেহাল হবার।
হরতালে বরাবরই পুলিশের হাতে থাকে নানান ব্যস্ততা। পিকেটাদেরকে শায়েস্তা করার পাশাপাশি তাদের দায়িত্ব থাকে রাস্তায় গাড়ি যেন ঠিকঠাকমত চলে। ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালাতে ভয় পাইলে আগে পিছনে পুলিশের স্কর্ট দিয়ে হলেও হরতালে গাড়ি চালিয়ে রাখার মহান দায়িত্ব পালন করেন এই মহান পুলিশ ভাইয়েরা। সরকারও হরতালের অসমর্থনে বিআরটিসি গাড়ি চালু রাখেন। যাত্রি না থাকলেও এই গাড়িগুলোকে বীরদর্পে ছুটে যেতে দেখা যায়। সরকারী দলের নেতারা গাড়ির মালিক কর্তৃপক্ষকে আগেই হুমকি দিয়ে রাখেন, হরতালে গাড়ি বন্ধ রাখলে খবর আছে।
কিন্তু কালকেই দেখা গেল ভিন্ন চিত্র-
১. রাস্তায় কোন বিআরটিসি নেই
২. রাস্তায় গাড়ি বের না করতে আদেশ যারি হয়েছে বিভিন্ন বাস টার্মিনালে
৩. গাড়ি বের করলে খবর আছে-এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বাস মালিক কর্তৃপক্ষকে।
৪. রাস্তায় রাস্তায় বেরিকেড দিয়ে বসে আছেন পুলিশ ভাইয়েরা। কালকে হরতাল সফল করার মহান দায়িত্ব ছিল তাদের উপর।
(মহানগরীতে যেহেতু বাম দলের কর্মীর সংখ্যা ৪০/৫০ এর বেশি নেই তাই তাদের হয়ে পিকেটিং করার মহান দায়িত্ব তাদের উপর ছিল)
আসেন এবার একটু তত্বকথায় আসি।
আজকে কয়েকটি পত্রিকায় দেখলাম হরতালের বেয়াপক প্রশংসা করে কলাম লেখা হয়েছে।
সরকারি দলের মন্ত্রীরা এই হরতালকে উদাহরন হিসেবে নেওয়ার জন্য উপদেশ খয়রাত করেছেন।
চারিদিকে বাম দলের শুধু প্রশংসা আর প্রশংসা। হাতে গিটার আর ঢোল তবলা নিয়ে কি চমৎকার পিকেটিং!!!!!
আহারে আমাদের সব হরতালই যদি এমন হতো।
বিরোধীদলের হরতালও যদি পুলিশ ভাইদের পিকেটিং এ সরকারের প্রত্যক্ষ সমর্থনে এভাবে পালিত হতো। তাহলে আমাদেরকে আর ভয়ে রাস্তায় বের হতে হতো না। বরং রাস্তায় বের হয়ে গিটার বাহিনীর গান শুনতে পেতাম। মজাই মজা চারিদিকে।
সবশেষে বাম ভাইদের সমীপে:
আপনারা হরতালে যেই নজির স্থাপন করিলেন, সামনে নির্বাচন আসেন আওয়ামীলীগ ছেরে সারাদেশে একক প্রার্থি দেন, যেভাবে হরতাল সফল হইছে, সামনের নির্বাচনেও এই যাদু দেখাইতে পারলে দেশে আপনাদের সরকার নিশ্চিত। -----------------
যদিও কয়েকটি বেখবর, বেয়াদ্দপ পত্রিকা আপনাদের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্যপ্রনোদিত ছবি ছেপেছে, আপনাদের কৃতিত্ব সরকারকে দিয়ে দিতে চায়, তাতে কি ? সত্যের সৎ সাহসীরা এই সকল কথায় কান দেবে কেন, তাইনা?........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



