বুলেট বারুদের স্ফলিঙ্গ যেখানে
আরব বসন্ত হয়ে দেখা দিল
তার নাম তাহরীর স্কয়ার
যেখানে সময়ের পরিবর্তন করতে আসা
বিপ্লবীর রক্ত ঝড়ল
সেটা তাহরীর স্কয়ার
যেখানে নারায়ে তাকবীর ধ্বনি
কাপিয়ে দিল ফেরাউন মোবারকের মসনদ
সেটাই তাহরীর স্কয়ার
বিপ্লবের জন্য তৃষ্ণার্ত প্রতি প্রাণের
পরম শ্রদ্ধার শব্দ তাহরীর স্কয়ার।
জালিম শাসকের অনুগত
গাঁজা আর ফেনসিডিল কর্মীরা
মেলা বসিয়েছে
এক নতুন মেলা
যেখানে কোন বুলেটের ঠুসঠাস আওয়াজ নেই
নেই জালিম শাহীর পেটুয়া বাহিনীর খবরদারী
রক্ত ঝরে না কোন বিপ্লবীর
চারিদিক থেকে বাহবা আর বাহবা
টুঙটাঙ বোতলের ছিপি খোলার আওয়াজ
শহপাঠিনীর গায়ের উষ্ ছোয়ার মদির আমেজ
গায়ে গা লাগিয়ে বসে থাকার এক পরম আমোদ
শাহবাগ বাহ শাহবাগ।
এ নাকি এক নতুন তাহরীর স্কয়ার।
তাহরীর স্কয়ার তোমার কি জীবন আছে?
তোমার কি প্রতিবাদ করার ভাষা আছে?
তুমি কি নীলদনের দেশের ঐ সীমানা ফুড়ে
দেখতে পাও উকি মেরে?
তাওহীদ বাদিদের দেশে
এ কারা, কাকে তুলনা করে
তোমার সাথে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



