হার্টের ৯৯% ব্লক, অথচ ইসিজি, ইটিটি, ট্রপনিনআই, কোলেষ্টরেল কোন পরীক্ষায়ই হার্টের সমস্যা এমন ইঙ্গিত ছিলনা। কিন্তু মাত্র ২মিনিট হাটলেই বুকে প্রচন্ড ব্যাথা করে। অনেকে বললো গ্যাস্টিক মারাত্বক হয়ে এমন হতে পারে, গেলাম মেডিসিন ডাক্তারের কাছে। হার্টের সমস্যা নেই এমন নিশ্চয়তার জন্য এনজিওগ্রাম করে দেখা গেল প্রধান রক্তনালী প্রায় পুরোটাই ব্লক। ডাক্তার বললো আপনার ডায়াবেটিস নেই, ওজন, প্রেসার, পালস ঠিক আছে, তবুও প্রায় পুরো ব্লক হওয়ার কারন কি? বললাম কিছুদিন আগে আমার ছোট ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়, তার চিকিৎসা কেন্দ্রীক লোন ছিল। ডাক্তার বললো প্রচন্ড মানসিক যন্ত্রনা থেকে এমনটি হয়ে থাকতে পারে। যাই হোক, কি আর করা জরুরী ভিত্তিতে বিগত ০১.১২.১৫ তারিখ হার্টে রিং লাগানো হলো। সবার দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন দ্রুত সূস্থ্য করেন এবং বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করেন।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




