এলোমেলো ভাবনা
বহুকাল ধরে বহুবার ভেবেছি
আমি কাহারে সবচেয়ে ভালবাসি
চোখ মেলে তাকিয়ে দেখি
পরিবার পরিজনে বাধা পরি আছি আমি
চোখ মুদে হারিয়ে খুজি
কারে আমি সবচেয়ে বেশী ভালবাসী
বহুক্ষন পর ভেসে আসে
সুন্দর অবয়বের অদ্ভুত এক দেহ গঠন
ঝাপসা চোখে মনে করতে থাকি
এই কি সেই যাকে আমি সবচেয়ে বেশী ভালবাসি
মেলাতে চাই তাকে প্রেয়সীর সাথে
মেলাতে চাই মায়ের সাথে
মেলাতে চাই আমার সব আপনজনে
খুজে খুজে হয়রান এই তরুন আমি
হঠাৎ যেন মনে হয় আমি তাকে চিনি
সে যেন আমার চিরচেনা সত্যিকারের আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



