বাতাস খুড়ে খুড়ে অধৈর্য্য অপেক্ষায় উদ্বিগ্ন,
তীব্র আকাঙ্খার ঝর্নাধারার গতিময় বহমান,
কখনও মেঘের পর্দা যাবে একটুখানি সরে
বাতাসের উ্েল্টাপাল্টা তোড়ে
দেখা দেবে খানিকটা দু'সূর্যের ঝলক
অথবা মেঘের সংকোচনে দু'সূযের অবকাঠামোর
নান্দনিক নড়াচড়া চাহুনীতে জাগাবে উত্তেজনা।
নর চাহুনীতে সর্বদা তাই এক
উসখুস ব্যস্ততা পরিলক্ষণ
মনে দু'সূর্য উদয়ের কল্প ছবি
সকাল বিকেল দুবেলা জুড়ে সকল দিক ব্যপি।
নারী মেঘের আড়ালে ব্যস্ত আত্মদীপ্তী সংবরণে,
তবুও চাহুনীর নখর বাতাসের বুক চিরে
জাগাতেই থাকে ব্যথার আলোড়ন।
বাতাস মেঘের আড়ালে হানা দেয়,
মেঘের আশপাশ জুড়ে
সূর্য দু'টি ক্ষনে ক্ষনে কিঞ্চিৎ আলোর দীপ্তী ছড়ায়
নর চাহুনী আরও তীব্রতর হয়, হতেই থাকে
যতক্ষণ নারীর বুকে দু'সূর্যের ছড়ানো তাপে
জ্বলে পুড়ে ছাড়খার হবার সাধ না হয় পূরণ।
২৪/০৫/২০০৫
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৬ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



