কিছুই বোঝা যায়না-হাসি কিংবা কান্না;
কে ভালবাসে আর কে বাসেনা,
কে অভিনেতা আর কে অভিনয় বোঝেনা!
স্বপ্নগুলোই কি কেবল চাওয়া...
মিল অমিলের হিসেব না মেলা অজস্র পাওয়া, একমাত্র জীবনে।
স্বপ্নের কবর বাড়তেই থাকে প্রতিটি স্বপ্নের মরণে।
গাছ ভেঙে পড়ে ঝড়ে, সূর্য ওঠে রোজ সকালে ,
মাথার চুল কমতে থাকে প্রতিটি সূর্য ডোবা বিকেলে।
...কিছুই বোঝা যায়না, কেউ চায় কেউ চায়না!
কেউ বুঝেও খারাপ, কেউ আবার খারাপ হয়েও বোঝেনা;
কারও ইচ্ছে হয় কারও কোন ইচ্ছেই হয়না;
হিসেব কষে পূর্ণতা কিন্তু কারই আসেনা।
ভাগ্য কোথায়?- কেউ দেখেনা।
কেউ কল্পনায় ভাসে আর কাউকে ভাসায় সাগরের ঢেউ।
অন্ধসম অনেকেই কিছুই দেখতে পারেনা,
কেউ দেখেও আবার অনেক কিছুই মনে রাখেনা।
কখনও বৃষ্টি হয়, মেঘ দেখা যায়না;
কখনও মেঘ ঘনকালো, বৃষ্টি তবু ঝরেনা।
...কিছুই বোঝা যায়না, তাই বাড়তেই থাকে ভাবনা।
14/05/05

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



