তারও বেশী সময় হয়তো পার হয়েছে...
সম্ভবত কবিতা লিখেছি মাত্র একটি কি দু'টি;
বৃষ্টি পড়েনি, শিশির পরশে ঝরা পাতা জেগেছে ক্থটি।
দূরভিশনের ব্যাঙাচি রূপ চ্যানেলগুলো হতে
জটিয়া কথার বেসুরো সব বুলি কানে আসে রাত বিরাতে,
কবিতাগুলো তখন কাছে আসতে আসতে বিকর্ষিত হয় আতত বিভ্রান্তে,
দূরগামী কবিতা আমার মৌনতা খেয়ে পুরিষালয়ে নিরন্তর আড়াল হয়,
আর আমি কথা অকথার শ্রবন নেশায় নেশাতুর রোগী হয়ে ভুগতে থাকি।
কবিতা আমার পথ্য হয়ে ধরা দেবে ভেবে আছি অপেক্ষায়
কিন্তু কবিতা যে নিজেই পেটপীড়ায় রুগ্ন।
২০.১২.০৬
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



