ভাবছি একটা কবিতা বানাবো ছন্দের নিপুণ গণিতে
বাক সংহতিতে মিলাবো ভাবরে অনন্ত সার
রাবিন্দ্রীক আয়োজনে কবিতা শরীর জুড়ে
ছড়িয়ে পড়বে উপমা বড়ুয়ার হাসি
উৎপ্রেক্ষার বোন এসে কিছুটা সলাজ হেসে
বলবে দারুণ! অভূতপূর্ব চিত্রকল্পের কাছে
আর সব ম্লান হয়ে আছে
তাই সকল প্রশংসা তার।
এসব ব্যাজস্তুতি, সংকল্পের করুণ কাহিনী শুনে
আমার অপ্রস্তুত রক্তিম মুখ অস্ফুটে বলবে গোপনে
ধূর ছাই! এখন আমার মাঝে এসব কিছুই আর নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




