
১ ঘন্টা ৫৯ মিনিটের এই সিনেমাটি পরিচালনা করছেন জাং বেয়াং গিল।
অভিনয়ে জাং যে ইয়ং, পার্ক সি হো, চো অন ইয়ং (দাঁত নষ্ট হচ্ছে আর আগাইলাম না)
আইএমডিবিঃ ৭/১০
১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১০ জন মহিলাকে হত্যাকারি এক সিরিয়াল কিলারকে গ্রেফতারের দ্বায়িত্ব পরে চই নামের এক গোয়েন্দার উপর। কিলারকে একবার বাগে পেলেও কাবু করতে পারেনি চই। বরং নিজেই মরতে মরতে বেঁচে উঠে।
১৫ বছর পর ২০০৫ সালে স্টাচ্যুট অফ লিমিটেশন এক্সপায়রড হওয়ার পরপরই সিরিয়াল কিলার লি তার পূর্ববর্তী ক্রাইম নিয়ে বই লিখে দিনে দিনে হয়ে যায় সেলেব্রেটি। কামিয়ে নেয় মোটা অংকের টাকা। বাহ সিরিয়াল কিলার লি এখন সেলেব্রেটি, বুক ফুলিয়ে দামি গাড়ি নিয়ে ঘুরছে। তাকে কি আইন কিছুই করবে না?
কিন্তু একি আরেকজন দাবি করে সেই আসল কিলার, রাতারাতি সেলেব্রেটি হওয়া লিকে বলা হচ্ছে নকল কিলার। এই তো মহা মুশকিল? কে আসল কিলার?
ক্ষতিগ্রস্থ পরিবারগুলোও প্রতিশোধ নিতে মরিয়া কারণ বিচারিক মেয়াদ উত্তীর্ণ। লি কে একবার কীডন্যাপ করলেও বেঁচে যায়। ওরা কি প্রতিশোধ নিতে পারবে?
জানতে হলে দেখতে হবে।
*রিভিউ তেমন লিখি না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




