মায়ের উদরে যেদিন আমার জন্ম ,সেদিন থেকে স্রষ্টার ভালবাসার শুরু হয়েছিল আমার প্রতি।পরম মমতায় তিনি আমায় বাঁচিয়ে রেখেছিলেন।নাভির সাথে নাভির জোড়া দিয়ে খাবারের ব্যবস্থা করেছিলেন।তিনি ছাড়া আর কার দ্বারা কি এটা সমম্ভব ছিল? আজ ডাক্তারকে যদি বলি, তিনি বলবেন নাভির সাথে নাভি জোড়া লাগাতে পারব কিন্তু দাগ থেকে যাবে।
জন্মের পরে কি খাব? আমার জন্য ভালবাসার হাত বাড়ালেন তিনি । আমার জন্য আরামদায়ক গরম করে মায়ের বুকে দুধের ব্যাবস্থা করলেন।
ভালবাসার সেতু তৈরি করলেন মায়ের সাথে। মা তার জীবনের সব ভালবাসা দিবস উৎসর্গ করে আমায় লালন করেছিলেন। বাবা পরম ভালবাসায় আঙুল ধরিয়ে আমায় হাটতে শিখিয়েছিলেন।
স্রষ্টার পরে মা , বাবার ভালবাসা আমায় এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। তাই আমার প্রতিটি মুহুর্তের ভালবাসা তাদের জন্য।
ভালবাসার সৌধের উপর পৃথিবী দাড়িয়ে।শুধু এই একটি জিনিস পারে পৃথিবীকে শান্তিতে ভরিয়ে তুলতে।
আজ মানুষ গুলো একটি দিন আর একটি মনের ভালবাসার জন্য ভালবাসার মূল অর্থ হারিয়ে ফেলেছে।ক্ষমতা আর সম্পদের মোহ সব ভুলিয়ে দিয়েছে।ভালবাসা পাক ইরাকের হাত হারা ছেলেটি, ভালবাসা পাক ফিলিস্তিনের না খাওয়া শিশু টি।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



