নেপথ্য হইতে তিনি কহিলেন, আজকালকার যুবকদের অন্তদৃষ্টি খুবই প্রখর। দেখেন না, কিভাবে তাহারা একজোট হইয়া স্বাধীনতার ৪২ বছর পরে ১৯৭১ এর কথা টানিয়া আনিয়া অনড় হইয়া শাহবাগে বসিল। রাজনীতি, কুটনীতি করিয়া বেশ জমাইয়া বসিয়াছিলাম, জাতিকে প্রায় ভুলাইয়া দিয়াছিলাম মুক্তিযুদ্ধের কথা- ‘এখন আগাইয়া যাইবার সময়, মুক্তিযুদ্ধের কথা বলিয়া জাতিকে বিভক্ত করিবার সময় নয়’। সবখানেই কিছু উজবুক থাকে, এই কালের উজবুকরা প্রায় বিশ্বাসই করিয়াছিল, বিভক্ত হইবার সময় এখন নয়। শক্ত একটা গিট্টু লাগাইয়া আবার নয়া পাকিস্তান কায়েম করার রাস্তা প্রায় কাঁটামুক্ত করিয়াছিলাম। মাঝখানে যতো গন্ডগোল বাধাইল বেয়াদপ পোলাপাইনগুলা। তাহারা আমাগোর ফাঁসি না দেয়া হইলে নাকি রাস্তা থাইক্যা সরবো না।
ট্যাকা পয়সা দিয়া আর সুযোগ-সুবিধা বাড়াইয়া ক্যারমে ক্যারমে দ্যাশে উজবুকের সংখ্যা বাড়ানোর প্রজেক্ট প্রায় সফলই হইয়াছে। দ্যাশের সাধারণ মানুষগুলা অতিশয় সাধারণ, ধা ির্মকও বটে। কিন্তু ধর্ম দিয়া কি হইবে, যদি না তাহারা আল্লামা মওদুদীর নয়া পাকিস্তান কায়েমে অংশ না নেয়। তাই তাদের বলিলাম, ধর্ম নাই, ধর্ম নাই। ধর্ম রক্ষা করিতে আল্লামা মওদুদীর পথে জেহাদ করিতে হইবে। সাধারন মানুষগুলা খুবই সাধারণ, কিন্তু ততোধিক বিপজ্জনকও বটে। আল্লামা মওদুদীর বাইরে কারো সংস্পশ না পাইলে মাশাল্লাহ তাহারা ধর্ম ছাড়িয়া নয়া পাকিস্তান কায়েম করাকেই ধর্ম বলিয়া মনে করিবে। এভাবে হাজারে হাজারে সাধারণ মানুষগুলাও উজবুকে পরিণত হইয়াছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের মতো অন্য কেউ আবার যদি তাদের সংস্পশে আসে, তবে তা হইবে বিপদজ্জনক। যেমনটা হইয়াছিল ১৯৭১ এ। ইসলাম গেল, ইসলাম গেল বইল্যা জিকির করিয়াও এই সাধারণ মানুষগুলার বিশ্বাস অজন করা গেল না। তারা দলে দলে মোনাফেক মুক্তিযোদ্ধা হইল। শিক্ষাটা পাইয়াছি সেখান থেকেই। যাতে কেউ তক করিবার সাহস না দেখায়, তাই দ্যাশে শিবির নামক রগকাটা বাহিনীর প্রকল্প চালু করিয়াছি। মাশাল্লাহ, সাধারণ আর অসাধারণ মিলিয়া দ্যাশে এখন প্রতি একশ’তে অন্ততঃ একজন উজবুক দেখা পাওয়া যাইবে। কিন্তু এতো উজবুকের হুক্কা-হুয়া চিৎকারকেও বিলীন করিয়া দিতেছে বেয়াদপ পোলাপাইনগুলান। তাই আপনার শরণাপন্ন হইলাম। আপনাকে তো আবার বাংলা একাডেমি পুরস্কারও দেয়া হইছে। যদিও আপনার লেখায় নারী-বিদ্বেষী মনোভাব লক্ষণীয়। তবে লেখার খ্যাতি আছে আপনার। সেই খ্যাতিটাকেই একটু কাজে লাগাইতে হইব, আরকি!
- আমাকেও আপনি আবার উজবুক ভাবিয়াছেন নাকি? আমি কিন্তু উজবুক না। গিভ এন্ড টেক এ বিশ্বাসী।
- খুব ভাল কথা। গিভ এন্ড টেক প্রকল্পের মাধ্যমে যদিও আমি অনেককে উজবুক বানাইছি, কিন্তু আপনার কথা আলাদা। আপনি খ্যাতিমান, তবে একটু নারী-বিদ্বেষী আর কি? নারীর প্রতি আপনার অতৃপ্ত বাসনা মাঝে মধ্যেই লেখায় ফুটিয়া উঠিতে দেখিয়াছি। যাউক, আমাদের মিল আছে এই এক জায়গায়। কিন্তু অমিলটা হইল, আমি বাসনা তৃপ্ত করিতে পছন্দ করি, আর আপনি বাসনা লুকাইয়া শুধু হা-হুতাশ করেন আর কি!
- খালি খালি কথা বাড়াইতেছেন ক্যান! কাজের কথায় আসেন, কি পাইবো, আর কি করিতে হইবে, সেটা আগে ফয়সালা করেন।
- বলবার জন্যই তো আপনারে ডাকিয়া আনিয়াছি। মনোযোগ দিয়া শোনেন। এই পোলা্পাইনগুলারে থামাইতে হইবে। ট্যাকা-পয়সার বিষয়ে চিন্তা করিবেন না। এক্ষেত্রে আপনার কোন অতৃপ্তি থাকিবে না। শুধু লিখিবেন আপনি। লিখবেন, শাহবাগের পোলাপাইনগুলা বকে গিয়াছে। তাহাদের চরিত্র বলিয়া কিছু নাই। ফাঁসি চাই, ফাঁসি চাই বলিয়া কিছু মাইয়া সারাদিন চিল্লা-পাল্লা করিতেছে। তাহাদের চরিত্র হনন করিয়া লিখিতে হইবে। অবশ্য নতুন কিছু লিখিতে হইবে না আপনাকে। আমরা তাদের নানারকম অপবাদ দিয়াছি ইতিমধ্যে। আপনার কাজ শুধু এই অপবাদগুলারে প্রতিষ্ঠার কাজে একধাপ এগিয়ে নেয়া।
- পাওনা অগ্রিম পরিশোধ করিতে হইবে। পাওনা বুঝিয়া তবেই আমি কাজে নামিব। তাছাড়া, এই কাজে রিস্ক বেশি। পোলাপাইনরা আমার গর্দান মসকাইতে পারে।
- চিন্তা করিবেন না। অগ্রিমই পাইবেন। সেজন্যই তো আপনি উজবুক না। কিন্তু শত আছে একখান। কি লিখিবেন, তাহা পূবেই অনুমোদন করিয়া নিতে হইবে।
- এখনই একখান গল্পের প্লট মাথায় আইছে। লিখিব, যে মাইয়ারা চিল্লা-পাল্লা করিতেছে, তাহাদের ট্যাকার খুব অভাব। গাও-গেরাম থাইক্যা আইছে। ট্যাকার জন্য এরা লীডারদের খায়-খাতির করে। চ্যানেলগুলাতে হট হইবার জন্যও এরা পুলাপাইনরে খায়-খাতির করে। সাজাইয়া লিখুম আর কি?
- গল্পের প্লট তো নতুন না। মহাচুদুরবুদুর রহমান ভালই চুদুর বুদুর কইর্যাজ আমার দ্যাশে এসব প্লট আগেই বানাইয়া রাখিয়াছে। নসিব খারাপ। তিনি গ্রেফতার হলেন। তাই আপনাকে ডাকা। আপনি শুধু প্লটগুলানরে সাজাইয়া কইবেন। পোলাপাইনগুলা বানানো প্লটগুলানের মিথ্যা ব্যাপারটা প্রায় বিশ্বাসযোগ্য করিয়া তুলিয়াছে। আপনি কইলে সেটা আর মিথ্যা বইলা কেউ ঠাহর করিতে পারিবে না। তাই আপনাকে ডাকা। (স্বগোক্তি: উজবুক কোথাকার)
- তাহলে চুক্তি হইল, অগ্রিম পাওয়ার পর চুদুর বুদুর লেখার প্লট পুনরায় লিখিত হইবে।
- মাশাল্লাহ। কোনভাবে যদি ফাঁসি কাষ্ঠ ভন্ডুল করিতে পারি, তবে আপনার অবদান স্বরণ করা হইবে। অনেক উজবুক তো এখন উপদেষ্টার চাকুরি করিতেছে। আপনিও সেই সুযোগ পাইবেন।
অতঃপর গাল-গল্প দিয়া লিখিত হইল উজবুক কাহিনী। পোলাপাইনরা কিন্তু ঠিকই বুঝিল, লুঙ্গি, করিম, চুদুরবুদুর এর মতো আরো একজন উজবুকের আবিভাব ঘটিল। নব্য এই উজবুকের আবিভাব কতোদিন টেকসই হইবে, তা ভাবিয়া নেপথ্য নতুন উজবুকের আবিভাবের সন্ধানে নামিয়া গেলেন। চুদুরবুদুর করিতে গিয়া চতুর শেয়াল লেজ হারাইয়াছিল, তখন সে চুদুরবুদুর করিয়া লেজ বাড়তি বোঝা বলিয়া প্রচার চালাইয়া সব শেয়াল এর লেজ কাটা প্রকল্প চালু করিল। কিন্তু প্রকল্প সফল হইল না। লেজ কাটা শেয়ালরা চিহ্নিত হইয়া গেলেন এবং ক্রমেই বন্ধুহীন হইয়া বিলুপ্ত হইয়া মানুষের মুখের গল্প হইয়া টিকিয়া থাকিলেন।উজবুকদের কপালে কি ঘটিবে, কে জানে?
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



