প্রতিদিন কত শত সহস্র শিশুর জন্ম হচ্ছে, তার খবর কে রাখে! কিন্তু ব্রিটিশ রাজপরিবারে নতুন শিশু এলো, গাল-গল্পে তার সংবাদে ভরা আমাদের সংবাদপত্র। শিশুর নাম কি হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা। নামটা লুই কেন হলো, তা নিয়ে বিশ্লেষণ-গবেষণা-গাল-গল্প, কত কি! এগুলো হলো সংবাদ। এসব সংবাদের মনঃস্তত্ব কি? সহজ উত্তর হলো, রাজতান্ত্রিকতা, রাজার গুণবন্দনায় মুখর হয়ে থাকা। আসলে চলনে বলনে আমরা যতোই আধুনিকতা বা গণতান্ত্রিকতার মুখোশ এটে থাকি, সেটা ভেঙ্গে পড়ে মাঝে মধ্যেই।
সম্প্রতি ঘটনা, এমপি রনি সাংবাদিক পেটালেন। আমরা তার গ্রেফতার চাইলাম। তাকে গ্রেফতার করা হলো। কিন্তু উস্তাস্তু থেকে কোটিপতি রনির পিতা পর্যন্ত ইতিহাস আমাদের জানতে বাধ্য করলো সংবাদপত্রগুলো। রনি অপরাধ করেছে, তাকে শাস্তি ভোগ করতে হবে; কিন্তু তার পিতা গরীব ছিল সেটা কি অপরাধ? এর আগে রানা প্লাজার মালিক রানার পিতার ইতিহাসও আমাদের জানতে হয়েছে একইভাবে।
অপরাধীর শাস্তি আমরা চাই, কিন্তু সংবাদপত্রগুলো সেই সাথে সমাজে যাতে গরীব পরিবারের কারো কতৃত্ব প্রতিষ্ঠার বিরুদ্ধে একপ্রকার সামাজিক মনঃস্তস্ব সৃষ্টি করছে, যা একপ্রকার রাজতান্ত্রিক মানসিকতা, যা রুখে দাড়ানো প্রয়োজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



