প্রায় ১ বছর পর আবার ফিরে আসা। যখন এই ফিরে আসা, তখন কেউ ব্যস্ত রোজা-রমজান নিয়ে, কেউ ব্যস্ত আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে। অসহিষ্ণুতা চারদিকে। অসহিষ্ণুতা সবখানে। মানুষ কেমন যেন মানুষের প্রতিপক্ষ। প্রতিপক্ষ মতামত নিয়ে, প্রতিপক্ষ খেলা নিয়ে, প্রতিপক্ষ ধর্ম নিয়ে, প্রতিপক্ষ রাজনীতি নিয়ে। বিভক্তি সবখানে। বিভক্ত আমরা। আবার আমরাই মানুষ; সৃষ্টির সেরা জীব।
প্রতিপক্ষের মধ্যে উৎকর্ষ সাধনের প্রতিযোগিতা নেই, বিস্তুৃত শুধু প্রতিহিংসা। প্রতিহিংসায় প্রতিদিন কেটে যায় আমাদের অসহিষ্ণুতার জীবনযাপন।
ঘটনা উল্টো হলে কেমন হতো? ইফতারের সময় হয়ে আসছে। সবাই খুঁজে বেড়াচ্ছে, কে ইফতার করতে পারছে না কিংবা ইফতারের খাবারটা আরেকটু ভাল করে দেয়ার উপায় খুঁজে বের করা। আর্জেন্টিনা খেলছে, ব্রাজিল সার্পোটাররা ভাল খেলার জন্য মেসিকে উৎসাহ দিচ্ছে। শুধু আমার কথা চিন্তা না করে, সবাই আমাদের কথা ভাবছে। আমাকে কেউ দুঃখ দিলো কিনা সেটা না ভেবে সবাই আমি অন্যকে কষ্ট দিলাম কিনা, সেই চিন্তা করে প্রত্যেকটা পা ফেলছে। আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চাইতে অন্যরা কতো শ্রেষ্ঠ, কতো মহান; সেটা ভেবে বার বার অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এমন একটা উল্টো ভাবনার পৃথিবী আমরাই সৃষ্টি করতে পারি। আমরা যদি চাই। প্রতিপক্ষ নয়, সহযোগিতার হাত চাই। সকলের সহযোগিতায় সকলের জন্য নতুন পৃথিবী গড়ে উঠুক। সকলের জীবন সুখ ও স্বাচ্ছন্দে ভরে উঠুক। মানুষ মানুষের বন্ধু হোক; শত্রু নয়। আসুন শান্তিময় জীবনযাপন করি, সকলে সকলের সহযোগিতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



