শৈবালদেয়াল, অবাকরাত্রি, ভেজাআঁধার।
চাঁদনীআকাল, একলাযাত্রী, আলসেপাথার।
হল্লাকরে উল্লাসে ডাক হঠাৎ আকাশ।
চমকে ভয়ে সত্ত্বা লুকোয় চপল বাতাস ।
ব্যস্ত মানুষ, ঘুমকাতুরে, ঘুমই বোঝে ।
গুটিকয়েক ক্ষান্ত কাজে, মাটির ঝাঁঝে ।
লাজুকহাসি, স্নিগ্ধছোঁয়া, বদ্ধ সে ঘর ।
কল্পনিশি, স্বপ্নধোঁয়া, কাব্যপ্রহর ।
মেঘলাগা রাত ভর করে আজ ভাবনা ভাবা ।
বুড়োনো গাছ, ফাঁকটি গলে লালচে আভা ।
নিত্য তো নয় নৃত্যমাতা নীলটে গগন
অল্প আলো, গল্প ভীষণ, শিউরানো মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


