আমি দেখেছিলাম ভুলের পথ ধরে হেঁটে চলা।
অনন্ত নীলের আলো ছুঁয়ে ধরে ওঠা কান্না-
নিজের বুকে শুনেছিস কখনো আমার স্পন্দন?
অন্ধ সময়ের গান ধরেছিলাম কার জন্য?
বোধের ভেতরও নির্বোধ তুই অর্থহীন প্রলাপ
বুঝেছিলি। মোহের হাসির বিদগ্ধ শ্রোতা
সব্যসাচী কোন ভুলে হাঁটু গেড়ে বিধ্বস্ত?
শূণ্যের শাব্দিক অনুভব বুঝিস তুই অন্যভাবে।
ক্লান্তির দূর্বোধ্য সংজ্ঞা তবে কৃষ্ণকায়াই হয়ে থাক।
বৃষ্টির কাছাকাছি অনুভূতির সুখ, আপেক্ষিক?
চিরন্তন! আমার বোধ ছুঁয়েছিলি আলস্যে -
বৃষ্টিপ্রিয়তা.......
[ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


