কেমন ছিল সোনার সকাল গতকাল?
বৃষ্টি দেখতে গিয়েছিলাম অনেকটা দূর।
ওখানে সূর্য ছিল অমোঘ মেঘে।
বলো দেখি শুনলে কেমন পাগলাটে সুর?
রাখবে নাকি পুনরায় দূরত্ব সত্য
সংক্রান্ত একরোখা তোমার প্রশ্ন সব?
আমার বুকের সূর্য ছুঁয়ে হাসবে, বলবে,
"কী ভীষণ উত্তাপ!" দুষ্টুমির অবয়ব।
একপায়ে দাঁড়িয়ে থেকে হেসে, শিসে
সুর তুলে হবে নতুন ছড়া।
প্রার্থনায় আকুতি, মিনতি। অনুমতি-
তোমার হাত ছুঁয়ে ফড়িং ধরা।
[২০০৭]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


