আঁধার মরুর পথ, চুলে হিমেল হাওয়া
কলিটাসের উষ্ণ ঘ্রাণ, বাতাসে ভেসে আসা
এইতো খানিক দূরে নিভু নিভু আলো
ঘোরলাগা চোখে মৃদু লাগে আরো
যে দ্বারে দাঁড়িয়ে সে সেখানে রাত্রি আমায় থামায়
মিশনের বেল শোনা যায়, সত্ত্বা আমায় ভাবায়
হয়তো এটি স্বর্গ কিংবা ভীষণ নরক
মোমের আলো হাতে সে দেখায় পথ
করিডোর থেকে ভেসে আসা কন্ঠ
সোল্লাসে যেন বলছিল আমায়
হোটেল ক্যালিফোর্নিয়ায় স্বাগতম
খুব প্রিয় ঘর
খুব প্রিয় মুখ।
(অসম্ভব প্রিয় একটি গান। বিশেষ কারণে খুব আনন্দ নিয়ে একটানে এপর্যন্ত লিখেছিলাম। এখন খুব সাহস নিয়ে ব্লগে দিয়ে দিলাম!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


