জটাধারী সাত ভিখারী,
স্বপ্ন মনে রকমারী,
পথ বহুদূর সংগ্রামী
প্রত্যয়দীপ্ত স্বপ্নচারী।
জটাধারী সাত ভিখারী,
হরেক রকম রংবাহারী,
দুর্লন্ঘীয় দূর্যোধন,
রক্তকপাট শক্তমন।
জটাধারী সাত ভিখারী,
মায়ের কোলের দুগ্ধপায়ী,
লাল সবুজের রংবেরং,
মন করে শুধু উচাটন।
জটাধারী সাত ভিখারী,
আঠাশ নয়নের অহন্কারী,
উদোম কন্ঠে উন্মাতাল,
আকাশ বাতাস টালমাটাল।
জটাধারী সাত ভিখারী,
দৃপ্তহস্ত প্রাণ সংহারী,
রক্তলোলুপ হায়েনার দল,
পালাবি এবার কোথায় বল?
জটাধারী সাত ভিখারী,
লক্ষ প্রাণের আলোর দিশারী,
উঠল জেগে লক্ষ প্রাণ,
গাইল সবাই মুক্তির গান।
জটাধারী সাত ভিখারী,
উঠল গেয়ে জারিসারি,
সহজ সরল লক্ষ প্রাণ,
বিনিময়ে তোমাদের মহাপ্রয়াণ।
কোথায় সোনার সাত ভিখারী,
পাই না খুঁজে আর স্বপ্নসারী,
ঈশান কোণে কালো মেঘ,
তবে কি মোদের স্বপ্ন শেষ!
ওহে ভাই সোনার সাত ভিখারী,
অপলক নয়নের স্বপ্ন চাহনী,
ওঠো না জেগে রণ হুন্কারে,
স্নিগ্ধ নয়নের পবিত্র ক্রন্দনে!!!
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



