বালক সেনাদল!
সবাই করছে কোলাহল,
বর্ষ বরণের উন্মাদনায়,
বর্ণিল উন্মাতাল।
নিস্পাপ হাসির নিত্যনতুন,
মন রাঙানো চিত্ত চটুল,
আনন্দমুখর উৎসবে সব, সবাই সদলবল,
ঠিক যেন যুথবদ্ধ এক বালক সেনাদল।
বালক সেনাদল!
তোদের মনটা কোথায় বল?
আর কতকাল করব মোরা,
সময় অদল বদল।
নীলাকাশের শুভ্র মেঘে,
স্নিগ্ধ পরশ রোদাবেশে,
ছোট্র প্রাণের স্বপ্নগুলির,
কেন হয় রং বদল,
ও ভাই বালক সেনাদল?
বালক সেনাদল!
তোদের স্বপ্ন পরিধি বল,
মন যমুনায় আঁকব মোরা,
লাল সবুজের ঢল।
বালক সেনাদল!
তোরা শুনতে কি পাস বল?
ঘর দুয়ারে দাদারুপি,
শত্রু সেনাদল।
বালক সেনাদল!
আজ কোথায় মোরা বল,
বর্ষ বরণের দিনে মোদের ,
চোখ হয় অশ্রুসজল।
বালক সেনাদল!
একবার ভেবে বল,
আর কতকাল বইব মোরা,
দাদাগিরির কুফল???
তোদের হয় না প্রাণ চন্চল,
মূর্খ অবার্চীনের দল,
আর কতকাল করব মোরা,
নিজ ভাইয়ের রক্তে গোসল???
বালক সেনাদল!
একবার ওঠরে সদলবল,
একাত্তরের বজ্রকন্ঠে মোরা,
জ্বালাব মুক্তির মশাল।
বালক সেনাদল!
মোদের প্রত্যাশা কি খুব, বল?
পাব কি তোদের সঙ্গে মোদের,
পালাবে হায়েনার দল... .।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



