আসলে এ লেখাটি যখন লিখছি তখন আমাদের প্রবাদ প্রতিম কথা সাহিত্যিক হুমায়ন আহমেদ স্যার আজ আর আমাদের মাঝে নেই। একটা শুন্যতা কেমন যেন নিজেকে গ্রাস করে নিচ্ছে। ঘুম থেকে উঠে মনে হয় কি যেন একটা নেই। আসলে আমার এই ছোট্র জীবনের সময়ে প্রবাদ প্রতিম জীবন্ত কথা সাহিত্যিক স্যারই ছিলেন। এখন আমাকে ছিলেন কথাটি লিখতে হচ্ছে! কি নিদারুন নিয়তির পরিহাস! কখনও ভেবেছিলাম কি, "ছিলেন" কথাটি লিখতে হবে.... .... ...। আসলে কিছুই ভাল লাগছে না। সব কিছু কেমন জানি অসাড় লাগছে। কি লিখব আসলেই বুঝতে পারছিনা। মনে হয় এইতো মানুষটি এখনও আছেন। এইতো ঘুরে বেড়াচ্ছেন তার মতো করে। এইতো লিখছেন... ... .. আবার নতুন কোনো ইতিহাস সৃষ্টিকারী গল্প বা উপন্যাস বা নাটক। কিন্ত শুধু একটা কথা বলতে হই স্বপ্ন... স্বপ্ন... স্বপ্ন..., স্বপ্ন দেখে মন। জগতের সব কিছুই তার আপন নিয়মে চলবে। আপনিও কি পারতেন না আপনার আপন নিয়মে চলতে!!!! কিন্তু তা আর হবার নয়.... ... ...। সেই যাই হোক, আমাদের সেই প্রবাদ প্রতিম কথা সাহিত্যিক হুমায়ন আহমেদ স্যার স্মরণে.... ... ... ..। আসলে স্যারকে নিয়ে লেখার দু:সাহস দেখানোর সাধ্যি আমার নেই। তবু মনতো মানে না। তাই এইটুকু স্পর্ধা দেখালাম।
স্যারেরই একটা লেখার দুইটা লাইন দিয়ে শুরু করলাম..... ...
হুমায়ন!
তোমার নেইকো কোনো গুন,
গুনের মধ্যে আছে তোমার
মনে বসন্তের ফাগুন।
মনের মধ্যে আছে তোমার
হরেক রঙের বাহার,
এক লহমায় উঠল হেসে
সাহিত্যের সরোবর।
ও হুমায়ন!
তোমার আছে কি কোনো গুন?
যার ছোঁয়াতে উঠল জেগে
বসন্তের আগুন।
সহজ হাসির সরল ভাষায়
লিখতে তুমি নিত্য আশায়,
বাঁধ না মানা দামাল লেখায়
থাকত নাটক কথায় কথায়।
কাগজ কলম নিত্য সাথী
এক আঁচড়ে রাশি রাশি
উঠত জেগে সুর মূর্ছনায়,
অজানা কোন নির্ভাবনায়।
ফুটত গোলাপ এক লহমায়,
কি নিদারুন সুরন্জনায়,
ভাবছে পাঠক অবশেষে,
এইবার বুঝি আসবে সেজে।
নতুন লেখার কথকতা
কি অপরুপ সরল সোজা,
পড়তাম মোরা এক নিমেষে
রাত জাগার সেই ক্লান্তি মেখে।
ও হুমায়ন!
এই কি জীবনের রসায়ন?
চারিদিকে শুধু হাহাকার আর নিস্তব্ধতা
শুধু তুমিই অতীত, এটাই বাস্তবতা।
শোনো স্যার, শেষ বেলায় তোমাকে একটা কথা বলি..... .... ...
"তুমি রবে নীরবে। এই বাংলার প্রতিটি মানুষের প্রাত্যহিক কর্মজীবনে। কখনও বা সুখের ভেলায়, কখনওবা দু:খের ভেলায়, কখনওবা ভরা জোসনায়, কখনওবা অমাবস্যা তিথীতে।" শুধু মনে রেখ এই কটি কথা... ... ..
ভেবেছি কখনও হায়
নিদারুন বেদনায়,
এভাবেই যাবে চলে
একাকী নির্জনে???
ঐ দূর নীলিমায়
হারিয়ে তুমি আজও তাই,
ক্ষণে ক্ষণে অণুরনে,
কথা হবে সঙ্গোপনে... ..।
কি মনে থাকবে তো???????????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



