আমি যখন এই লেখাটা শুরু করছি তখন রাত সোয়া ১১ টা। আর মাত্র ৪৫ মিনিট পরে ২বছর পূর্ণ হবে একটা প্রেম কাহিনীর। পার্ট পার্ট করে আমি কাহিনীটা লেখা শুরু করব আজ।
তারিখঃ ১৬-০৮-২০০৮
আজ আরমান(ছদ্ম নাম) কলেজ থেকে ফিরেছে খুব খুশি মনে। তার অনেকদিনের ইচ্ছা আজ পূরণ হল। শেষ পর্যন্ত সে ফেসবুক-এ একটা আইডি খুলেছে। সে তার বন্ধু শিফাত এর কাছে এই জন্য খুব ক্রৃতজ্ঞ। শিফাত তাকে ফেসবুক-এ আইডি খুলে দিয়েছে। বাসায় ইন্টারনেট না থাকায় মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক চালাতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে। ফেসবুক এর খুটিনাটি সব কিছুই মোটামুটি এখন মায়ান জানে। সে অতি উতসাহে বিভিন্ন মানুষদের বন্ধু আবেদন পাঠাতে লাগলো। হঠাৎ করেই সে দেখল অনেক সুন্দর নাম ওয়ালা একটা আইডি। নাম ছিল "জ়ান্নাত"। জান্নাত নামটা এর আগেও মায়ান অনেকবার শুনেছে। কিন্তু এই আইডিটা দেখার সময় কেন যেন ওর মনে হল এটা যেন অন্য কোনো গ্রহ থেকে আসা একটা শব্দ। সে বন্ধুত্ব আবেদন পাঠালো। ওই দিন রাতে আরমান এর উত্তেজনায় ঠিক মত ঘুম হলনা। সে ভাবছে, জীবনে প্রথমবারের মত ফেসবুক! কি আনন্দ! পরদিন কলেজ থেকে ফিরে এসে সে দেখতে পেল সেই জান্নাত আইডি এর ব্যবহারকারি তার আবেদন গ্রহন করেছে। আজ সে গতদিনের চেয়ে বেশি উত্তেজিত। কারন, সে আজ চ্যাট করা শিখেছে। সেখানে গিয়েই সে "জান্নাত" আইডি এর ব্যবহারকারীর সাথে চ্যাট করা শুরু করল। এটাই সম্ভবত তার জীবনের সবচেয়ে অসাধারন অধ্যায় এর সূচনা করেছিল।
আসলে "অসাধারন" শব্দটা এখানে ব্যবহার করা ঠিক হল কিনা জানিনা। সেটা হয়ত কাহিনীর শেষে বোঝা যাবে।
চলবে..................................................................।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




